AI দিয়ে ভারতের নির্বাচনে এটা কী করছে চিন? বড় তথ্য ফাঁস রিপোর্টে

AI দিয়ে ভারতের নির্বাচনে এটা কী করছে চিন? বড় তথ্য ফাঁস রিপোর্টে

2c523479da06ef977b320ffe747edab1

 কলকাতা: ভারতের নির্বাচনকে অপারেট করতে চাইছে চিন?  মাইক্রোসফ্টের রিপোর্টে বড় তথ্য ফাঁস।

কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন। শুধু ভারত নয়, চিনের নিশানায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নির্বাচনও। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলিতে সামাজিক মাধ্যমের সাহায্যে, AI ব্যবহার করে, চিন কোনও না কোনও ফায়দা তুলতে চাইবে। এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফ্টের সাম্প্রতিক এক রিপোর্টে।

রিপোর্টে আরও বলা হয়েছে, গত জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে এ ভাবেই প্রভাব খাটাতে চেয়েছিল বেজিং। তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফট এর হুঁশিয়ারি, শুধু তাইওয়ান এর নির্বাচনী প্রভাব খাটিয়েই থেমে থাকবে না চীন। তাদের লক্ষ্য আরো অনেক দূর এবং এর জন্য তারা ক্রমে উন্নততর প্রযুক্তি ব্যবহার করে চলেছে।

বিশেষজ্ঞদের একাংশের মতে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্ন ভাবে অন্য দেশের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চিন। আর এই ভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চিন ভারত বা আমেরিকার মতো দেশের নির্বাচনের ফলাফলে আপাতত কোনও প্রভাব ফেলতে না পারলেও এই বিষয়ে তারা এই নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালিয়ে যাবে বলেই মনে করেন এই রিপোর্টের গবেষকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *