দাদাদিদিরা ছুটিতে, স্কুলে এলেও উৎসবের আমেজে পড়ায় মন বসছে না খুদেদের

দাদাদিদিরা ছুটিতে, স্কুলে এলেও উৎসবের আমেজে পড়ায় মন বসছে না খুদেদের

school attendance

বনগাঁ: পুজোর লম্বা ছুটি কাটিয়ে স্বাভাবিক ছন্দে শুরু হয়ে গিয়েছে বিভিন্ন সরকারি দফতরের কাজ। হাই স্কুল না খুললেও খুলে গিয়েছে প্রাথমিক স্কুল। তবে স্কুলে উপস্থিতির হার তেমন সন্তোষজনক নয়৷ এখনও যে উৎসবের আমেজ রয়েছে৷ তাই পড়াশোনায় মন নেই খুদেদের। দাদা-দিদিরা স্কুলে আসছে না৷ তাই তাদের মধ্যেও এখন ছুটির মেজাজ৷ বাবা-মায়ের বকুনি খেয়ে স্কুলে আসছে অনেকেই, তবে মন বসছে না পড়ায়। বনগাঁর বেশ কয়েকটি প্রাথমিক স্কুলে ঢু দিয়ে চোখে পড়ল এমনই ছবি৷ 

যদিও শিক্ষকদের কথায়, প্রতি বছর পুজোর পর স্কুলে পড়ুয়াদের উপস্থিতির হার কিছুটা কমই থাকে। তবে এ বছর উপস্থিতি অনেকটাই কম। বনগাঁ ২ নম্বর সার্কেলের একটি স্কুলে প্রথম দিন পড়ুয়া উপস্থিতি ছিল খুবই কম। পরে স্কুলের তরফে অভিভাবকদের খবর দেওয়া হলে পড়ুয়ার উপস্থিতির সংখ্যা কিছুটা বাড়ে। স্কুলের এক শিক্ষক জানান,  স্কুল খোলার পর প্রথম দিন মাত্র চার-পাঁচজন এসেছিল। কর্তৃপক্ষ একটু কড়া মনোভাব দেখানোর পর উপস্থিতি কিছুটা বেড়েছে। প্রতি বছর পুজোর ছুটি শেষে মোটামুটি একসঙ্গেই খোলে প্রাথমিক ও হাই স্কুল৷ কিন্তু এবার আগেই খুলেছে প্রাথমিক৷ ফলে হাইস্কুলের পঞ্চম শ্রেণিতে যারা পড়ে, তাদের পঠনপাঠন এখনও শুরু হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 − nine =