children
নয়াদিল্লি: ভোটের কাজে কোনও ভাবেই শিশুদের ব্যবহার করা যাবে না৷ লোকসভা নির্বাচনের আগে নয়া নির্দেশিকা জারি করল জাতীয় নির্বাচন কমিশন৷ শিশুদের স্বার্থে এ বিষয়ে ‘জিরো টলারেন্স’ নীতি (কোনও ভাবেই বরদাস্ত নয়) গ্রহণ করা হয়েছে৷
সোমবার কমিশনের প্রকাশিত নির্দেশিকায় বলা হয়েছে, ভোটের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও কাজে শিশুদের নিয়োগ করা যাবে না। ভোটের প্রচারেও শিশুরা পা মেলাতে পারবে না। এছাড়াও পোস্টার বিলি, স্লোগান দেওয়া, মিছিলে হাঁটার মতো কাজ থেকেও শিশুদের দূরে রাখতে হবে। নির্বাচন সংক্রান্ত বৈঠকে শিশুদের নিয়ে যাওয়ার উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ প্রতিটি রাজনৈতিক দলের ক্ষেত্রেই এই নির্দেশ প্রযোজ্য হবে।
এছাড়াও কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে, নির্বাচনী প্রচারে কোনও ভাবেই শিশুদের কোলে নিয়ে বা গাড়িতে চাপিয়ে শিশুদের নিয়ে যাওয়া যাবে না। প্রচারে যদি কোনও কবিতা, গান করা হয়, বা বক্তৃতা দেওয়া হয়, তাহলে সেখানেও শিশুদের উল্লেখ রাখা যাবে না। এই নির্দেশ অমান্য করলে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের বিরুদ্ধে ২০১৬ সালের শিশু শ্রমিক বিরোধী আইন অনুযায়ী পদক্ষেপ করবে জাতীয় নির্বাচন কমিশন।