রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে তলব মুখ্যসচিবকে! কিন্তু কেন?

রাজ্য-রাজ্যপাল সংঘাতের মাঝেই রাজভবনে তলব মুখ্যসচিবকে! কিন্তু কেন?

chief secretary

কলকাতা: রাজ্য-রাজভবন সংঘাতের মাঝেই হঠাৎ তলব৷ রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা করতে রাজভবনে গেলেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। রাজভবন সূত্রে খবর, মুখ্যসচিবকে রাজভবনে ডেকে পাঠিয়েছিলেন রাজ্যপাল৷ একাধিক বিষয় নিয়ে যখন রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের টানাপড়েন চলছে, তখন হঠাৎ মুখ্যসচিবকে কেন তলব করা হল, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে এই বিষয়ে কোনও পক্ষই বিবৃতি দেয়নি। তবে রাজ্যপালের ডাক পেয়েই শনিবার বিকেল ৫টা ২৫ মিনিটে রাজভবনে আসেন মুখ্যসচিব। 

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে চরমে উঠেছে নবান্ন-রাজভবন সংঘাত। অভিযোগ, রাজ্যের সঙ্গে আলোচনা ছাড়াই বিশ্ববিদ্যালয়গুলিতে একের পর এক অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করে চলেছেন রাজ্যপাল বোস। এবং সর্বোপরী তাঁরা সকলে শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্তও নন৷ আচার্যের এই নিয়োগকে স্বীকৃতি দিতে নারাজ রাজ্যের উচ্চ শিক্ষা দফতর। 

শনিবার সকালে একটি অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে রাজ্যপাল সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, ‘‘আজ মধ্যরাতের জন্য অপেক্ষা করুন। অ্যাকশন কাকে বলে দেখতে পাবেন।’’ এখন রাজ্যপাল কী ‘অ্যাকশন’ দেখাবেন, তা নিয়ে কৌতূহল তুঙ্গে৷ সেই উত্তেজনার আবহেই শনিবার দুপুরে টুইট করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। টুইটে রাজ্যপালের নাম উল্লেখ না করেই তিনি বলেন,  ‘‘মধ্যরাত পর্যন্ত দেখুন, অ্যাকশন দেখুন।’’  তিনি আরও লেখেন, ‘‘সাবধান! সাবধান! সাবধান! শহরে নতুন রক্তচোষা (ভ্যাম্পায়ার) এসেছে। নাগরিকেরা দয়া করে সতর্ক থাকুন। ভারতীয় পুরাণ মেনে, ‘রাক্ষস প্রহরের’ জন্য অধীর অপেক্ষায় আছি।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =