বাড়ির পুজোয় দিনভর ব্যস্ত মুখ্যমন্ত্রী, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ

বাড়ির পুজোয় দিনভর ব্যস্ত মুখ্যমন্ত্রী, নিজের হাতে রাঁধলেন মায়ের ভোগ

কলকাতা:  ফি বছর নিজের কালীঘাটের বাড়িতে কালীপুজো করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এ বছরও ব্যতিক্রম নয়৷ আজ সকাল থেকেই হরিশ চ্যাটার্জি স্ট্রিটের বাড়িতে সাজ সাজ রব। পুজোর আয়োজনে সকাল থেকেই ব্যস্ত মুখ্যমন্ত্রী৷ নিজের হাতে পুজোর কাজ করেছেন তিনি৷ কখনও প্রদীপ জ্বালিয়েছেন৷ কখনও আবার নিজের হাতে ভোগ রান্না করেছেন তৃণমূল সুপ্রিমো৷ সব  দিকেই কড়া নজর তাঁর৷

আরও পড়ুন- অন‍্য বিধায়কের মতো আমদানি করা নই! দলকে আবার অস্বস্তিতে ফেললেন মনোরঞ্জন

মমতা

বাড়িতে কালী মূর্তির পাশেই এদিন দেখা যায় তাঁর সদ্য প্রয়াত ভাই অসীম বন্দ্যোপাধ্যায়ের ছবি৷ যিনি কোভিড আক্রান্ত হয়ে মারা গিয়েছেন৷ এই দিনটা মুখ্যমন্ত্রীর বাড়িতে আম জনতার কাছে অবারিত দ্বার৷ তবে কোভিড বিধি মেনেই চলছে পুজোর আয়োজন৷ বিধি মেনেই মন্ত্রিসভার সদস্য থেকে দলীয় বিধায়ক, আত্মীয় স্বজন সকলকে আমন্ত্রণ জানান মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁর বাড়ির পুজোয় অংশ নেন নবনীড় বৃদ্ধাশ্রমের আবাসিকরাও৷ পুজোর আগে দিনভর তিনি উদ্বোধনে ব্যস্ত থাকলেও পুজোর দিনটা তিনি বাড়িতেই কাটান মুখ্যমন্ত্রী৷ পুজোর দিন সকাল থেকে নিষ্ঠার সঙ্গে আচার বিধি পালন করেন দলনেত্রী৷ এক বার তাঁর বাড়িতে সস্ত্রীক হাজির হয়েছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =