কলকাতা: করোনা আতঙ্ক মোকাবিলায় বিভিন্ন হাসপাতালে শয্যা সংখ্যা বাড়ানোর কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার করোনা আতঙ্ক মোকাবিলায় ফের জরুরি বৈঠক তলব করেন মুখ্যমন্ত্রী। বর্তমানে করোনা আতঙ্ক যেভাবে ছড়াচ্ছে সেই আবহে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে সেই বিষয়ে আলোচনা হয়৷
এদিনের বৈঠকে সরকারি ও বেসরকারি হাসপাতালের কর্তৃপক্ষ ও ডায়গনস্টিক সেন্টারের কর্তৃপক্ষ উপস্থিত ছিল। বেলেঘাটা আইডি হাসপাতালে একমাত্র করোনা ভাইরাসের জীবাণু পরীক্ষার ব্যবস্থা থাকায় ওই হাসপাতলের উপর বেশি চাপ পড়ে যাচ্ছে বলে জানান মুখ্যমন্ত্রী। এরপরেই তিনি বিভিন্ন হাসপাতলগুলোতে শয্যা বাড়ানোর কথা জানান।
বলেন, “বেলাঘাটা আইডিতে ইতিমধ্যেই ৩৫টা আইসোলেশন বেড রয়েছে। সেই সংখ্যা বাড়িয়ে ১০০ করা হবে। বাঙ্গুর সুপার স্পেশালিটি হাসপাতালে ১৫০টি আইসোলেশন শয্যা করা হবে। সে ক্ষেত্রে আইসোলেশন রুমে যাওয়ার জন্য পেছনের দিকে দরজা করতে হবে। তো সাধারণ মানুষ করোনা ছড়ানোর ভয় পেতে পারেন”। সব মিলিয়ে এদিন সরকারি হাসপাতালে মোট ৩০০ অতিরিক্ত আরও আইসোলেশন বেড হওয়ার কথা জানান তিনি৷
পাশাপাশি পুরনো বাংলা হাসপাতাল যে এই করোনার চিকিৎসা হবে না সেখানে কেবলমাত্র অন্যান্য রোগের চিকিৎসা হবে সেটাও পরিষ্কারভাবে সাধারণ মানুষকে জানিয়ে দিতে হবে বলে জানান তিনি। রাজারহাট ক্যান্সার হাসপাতালে ৫০০ আইসোলেশন শয্যা দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। এছাড়াও আরজিকর হাসপাতালে যে নাইট সেন্টার রয়েছে সেখানে ৫০ টি শয্যা দিয়ে আইসোলেশন ওয়ার্ড করার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে তিনি এদিন আরজিকর কর্তৃপক্ষকে জানান, এই সময় অতিবাহিত হয়ে গেলে সেই নাইট শিয়ালদা থেকে ফের জীবাণুমুক্ত করে হাসপাতাল কর্তৃপক্ষের হাতে ফিরিয়ে দেওয়া হবে।