মমতার ‘প্রচেষ্টা’য় বাংলার মানুষ পাবেন আর্থিক অনুদান, কাটবে সংসারে অনটন

মমতার ‘প্রচেষ্টা’য় বাংলার মানুষ পাবেন আর্থিক অনুদান, কাটবে সংসারে অনটন

কলকাতা:  করোনার সঙ্গে যুজছে গোটা দেশ৷ ভারতের একাধিক শহরে চলছে লকডাউন৷ এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আরও বেশি জনদরদি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপধ্যায়৷ মঙ্গলবার নবান্নে দাঁড়িয়ে নয়া প্রকল্পের কথা ঘোষণা করলেন তিনি৷

মঙ্গলবার ‘প্রচেষ্টা’ নামে একটি নয়া প্রকল্পের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী৷ তিনি বলেন, যাঁদের আয় নেই, কষ্টের মধ্যে দিন কাটাচ্ছে, তাঁদের কথা ভেবেই এই প্রকল্প এনেছে রাজ্য সরকার৷ ‘প্রচেষ্টা’-র মাধ্যমে আর্থিক সংকটে থাকা মানুষরা মাসে এক হাজার টাকা সাহায্য পাবেন বলে জানান মুখ্যমন্ত্রী৷ আগামী ১৫ এপ্রিল থেকে এই প্রকল্পে আবেদন করা যাবে বলেও জানান তিনি৷

পাশাপাশি করোনা মোকাবিলায় যাঁরা নিরন্তন কাজ করে চলেছেন, সেইরকম ১০ লক্ষ মানুষের জন্য  ৫ লক্ষ টাকার বিমার ব্যবস্থা করা হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মাস্ক, করোনা মোকাবিলার জন্য বিশেষ পোশাক-সহ বিভিন্ন সরঞ্জামের জন্য ২০০ কোটি টাকার তহবিল করা হয়েছে বলেও জনান তিনি৷

করোনার জেরে যাতে নিম্নবিত্তের হেঁশেলে টান না পড়ে, তা নিশ্চিত করতে বিনামূল্যে চাল দেওয়ার কথাও ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগে দু’টাকা কিলো দরে এই চাল পেত সাধারণ মানুষ৷ কিন্তু লকডাউনের জেরে পরিস্থিতি বদলেছে৷ টান পড়েছে দিন আনা, দিন খাওয়া মানুষগুলোর রুজিরুটিতে৷ সে কথা বিবেচনা করেই বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ নবান্ন দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, অনেক গরিব মানুষ আছেন, যাঁরা এই দুটো টাকা জোগাড় করতে পারেন না৷ তাঁদের কথা ভেবেই বিনামূল্যে চাল দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

এদিকে, জরুরি পরিষেবায় যুক্ত যে সকল কর্মী নিরন্তর কাজ করছেন, তাঁদের জন্য থাকছে বিশেষ উপহার৷ পুজোর পর এই সকল কর্মীকে বিশেষ ছুটি দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী। একইসঙ্গে বেসরকারি কর্মীদের হাজিরা ৫০ শতাংশ করার পরামর্শও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ করোনায় সাহায্যের জন্য স্টেট ইমার্জেন্সি রিলিফ ফান্ড তৈরি করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি৷ অন্যদিকে, বর্তামন কঠিন পরিস্থিতির দিকে তাকিয়ে মঙ্গলবার বিকেল পাঁচটা থেকে ৩১ মার্চ পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী৷ প্রসঙ্গত, এর আগে ২৭ মার্চ পর্যন্ত বাংলার পুর এলাকাগুলিতে লকডাউন ঘোষণা করা হয়েছিল৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − five =