পরিকল্পিত জালিয়াতি, সরকারি চাকরির উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে: প্রধান বিচারপতি

পরিকল্পিত জালিয়াতি, সরকারি চাকরির উপর থেকে মানুষের বিশ্বাস চলে যাবে: প্রধান বিচারপতি

 নয়াদিল্লি: ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারীর ভবিষ্যৎ এখন  সুপ্রিম কোর্টের হাতে। সর্বোচ্চ আদালতের রায়েই আগামী নির্ভর করছে চাকরিহারাদের৷ প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে চলছে শুনানি৷ মামলার শুনানি পর্বের মাঝেই সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, ‘‘এটা পরিকল্পিত জালিয়াতি।’’

প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের বক্তব্য, এসএসসি নিয়োগ প্রক্রিয়া এবং সেই সংক্রান্ত তথ্য দেওয়ার ক্ষেত্রে পদ্ধতিগত জালিয়াতি করেছে৷ সেই সঙ্গেই প্রধান বিচারপতির প্রশ্ন, ‘‘এত দিন তা হলে তথ্য জানার অধিকারে যা যা বলতেন, সে সব অসত্য ছিল?’’ তিনি আরও বলেন, ‘‘সরকারি চাকরি বর্তমান সময়ে খুবই দুষ্প্রাপ্য৷ সরকারি চাকরিকে সামাজিক নিরাপত্তার আঙ্গিকে দেখা হয়। সেই নিয়োগ প্রক্রিয়াই যদি কালিমালিপ্ত হয়, তাহলে গোটা ব্যবস্থায় আর অবশিষ্ট কী থাকে? এই সব দেখে তো সরকারি চাকরির প্রতি আস্থাই চলে যাবে। এখনও সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষ সন্তানদের সরকারি চাকরি পাওয়ার অপেক্ষায় থাকেন। মানুষের আস্থা হারিয়ে গেল, সেটা ফেরাবেন কী ভাবে?’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *