ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো, অবশেষে NIA জালে তৃণমূল নেতা

ভোট মিটতেই গ্রেফতার ছত্রধর মাহাতো, অবশেষে NIA জালে তৃণমূল নেতা

লালগড়: জঙ্গলমহলে ভোট মিটতেই ফের গ্রেফতার হলেন তৃণমূল নেতা ছত্রধর মাহাতো। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ লালগড়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করে এনআইএ। ইতিমধ্যে তাকে নিয়ে আসা হয়েছে কলকাতায়।

২০০৯ সালের রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় রবিবার ভোররাতে তৃণমূল নেতা ছত্রধর মাহাতোকে গ্রেফতার করল গোয়েন্দা সংস্থা এনআইএ। রবিবারই তাকে এনআইএ-এর বিশেষ আদালতে তোলা হবে। দেশদ্রোহীতার কারণে দীর্ঘদিনের জেলবন্দি ছত্রধরকে ভোটের আগেই মুক্ত করে তৃণমূল সরকার। দলের উচ্চ পদে বসানো হয় তাকে। শনিবার ১২ বছর পর ভোট দিলেন ছত্রধর। জানালেন, “প্রথমবার ভোট দেওয়ার মত অনুভুতি হচ্ছে।”

ছত্রধরকে জঙ্গলমহলের মাটি পুনরুদ্ধারের দায়িত্ব দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু প্রথম দফার ভোট মিটে যেতেই ১২ বছর পুরনো রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলায় তাকে গ্রেফতার করা হল। তার নামে এখনও রাজধানী এক্সপ্রেস অপহরণ মামলা ও সিপিআইএম নেতা প্রবীর মাহাতো-এর খুনের মামলা রয়েছে। ছত্রধরের গ্রেফতারি নিয়ে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ জানিয়েছেন, “ছত্রধর মাহাতো যদি সাম্প্রতিক কোনও ঘটনায় গ্রেফতার হতেন সেটা একরকম হত, কিন্তু এত পুরনো একটা ঘটনায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে ছত্রধরকে এত ডাকাডাকি এবং শেষ পর্যন্ত গ্রেফতারির টাইমিংটা একটা রাজনৈতিক প্রভাবপুষ্ট অভিসন্ধিমূলক আচরণ বলে মনে হচ্ছে। ছত্রধর দীর্ঘদিন জেলবন্দি ছিলেন। জিজ্ঞাসাবাদ করার হলে আদালতের অনুমতি নিয়ে বন্দী অবস্থাতেই তাকে জিজ্ঞাসাবাদ করা যেত। কিন্তু জঙ্গলমহলে যখন তৃণমূল তার পুরনো ঘাঁটিতে সম্পূর্ণ শক্তিতে ফিরছে তখনই ওকে গ্রেফতার করাটা রাজনৈতিক উদ্দেশ্যের অবকাশ দাবি করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × two =