মেন্টর বিশ্বনাথনের রেকর্ড ভেঙে দেশের এক নম্বর দাবাড়ু ১৭ বছরের গুকেশ!

মেন্টর বিশ্বনাথনের রেকর্ড ভেঙে দেশের এক নম্বর দাবাড়ু ১৭ বছরের গুকেশ!

f1780f9d7dd21db4a8a36681058ba257

নয়াদিল্লি: ভারতীয় দাবার দুনিয়ায় নতুন নক্ষত্রের আগমন। গত কয়েক মাসে উল্কার গতিতে উত্থান হয়েছে এই তরুণ প্রতিভার। আজারবাইজানের বাকুতে আয়োজিত FIDE চেস বিশ্বকাপে তৃতীয় রাউন্ডে যোগ্যতা অর্জন করে চমকে দিল ১৭ বছরের জিএম গুকেশ। সেই সঙ্গেই ভেঙে দিল ভারতের সর্বকালের সেরা দাবাড়ু বিশ্বনাথন আনন্দের ৩৬ বছরের লাইভ রেটিং রেকর্ডিং!

গুকেশের মেন্টর ভারতের সর্বকালের সেরা দাবাড়ু বিশ্বনাথন আনন্দ। গুরুকেই ছাপিয়ে গেল তরুণ শিষ্য। সেই সঙ্গেই দেশের এক নম্বর দাবাড়ু তকমাও ছিনিয়ে নিল সে। বৃহস্পতিবারের ম্যাচে আজারবাইজানের অন্যতম সেরা খেলোয়াড় মিসরাতদিন ইস্কানদ্রভকে হারিয়ে ২৭৫৫.৯ লাইভ ব়্যাঙ্কিং পয়েন্ট ঝুলিতে ভরে নেন গুকেশ। সেখানে আনন্দের সর্বোচ্চ পয়েন্ট ছিল ২৭৫৪।

জুলাই মাসের গোড়ায় সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে ২৭৫০ পয়েন্টের মার্ক ছুঁয়ে ফেলেছিল গুকেশ। সেই সময় সুপার ইউনাইটেড ব়্যাপিড অ্যান্ড ব্লিৎজ টুর্নামেন্টে মেন্টর বিশ্বনাথন আনন্দকে হারিয়ে আলোড়ন সৃষ্টি করেছিল এই তরুণ প্রতিভা৷ 

চলতি বছরই দাবা ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০০-র মধ্যে ঢুকে পড়েছে গুকেশ৷ এবার তার বিশ্ব ব়্যাঙ্কিং হল ১১৷ পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসেনের রেকর্ডও টপকে গিয়েছে সে৷ ২০১১ থেকে এতদিন কার্লসেনই বিশ্বের এক নম্বর দাবাড়ু ছিলেন৷ তাঁকেও পিছনে ফেলে দিয়েছেন বছর ১৭-র এই ভারতীয় দাবাড়ু৷ 

আপাতত বাকুতে FIDE বিশ্বকাপে ব্যস্ত রয়েছে গুকেশ। আগামী ২৫ অগস্ট পর্যন্ত চলবে এই কাপ। ২০২৪ দাবা বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য যোগ্যতা অর্জনের মঞ্চ এটিই। উল্লেখ্য, গুকেশ ছাড়াও আরও ১৬ জন ভারতীয় দাবাড়ু এই বিশ্বকাপে অংশগ্রহণ করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *