একুশের ভোটে তারকার হাট, জানেন পড়াশোনায় তাঁরা কত দূর?

একুশের ভোটে তারকার হাট, জানেন পড়াশোনায় তাঁরা কত দূর?

কলকাতা:  একুশের ভোটে তারকার মেলা। তৃণমূল হোক বা বিজেপি, তারকা প্রার্থীর লড়াইয়ে একে অপরকে টেক্কা দিয়েছে তারা৷ কিন্তু জানেন কি এই তারকা প্রার্থীদের শিক্ষগত যোগ্যতা কী? এক ঝলকে দেখা নেওয়া যাক তাঁদের শিক্ষাগত যোগ্যতা৷ 

আরও পড়ুন- ‘রগড়ানো’ বিতর্ক, ‘শিক্ষা’ প্রসঙ্গ তুলে দিলীপকে নিশানা অঙ্কুশের

কৌশানি মুখোপাধ্যায়- প্রথমেই আসা যাক তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী কৌশানি মুখোপাধ্যায়ের কথায়৷ ভোটের মুখে যিনি পা দিয়েছেন রাজনীতির আঙিনায়৷ আর ভোট ময়দানে নেমেই তাঁর যুদ্ধ একেবারে মুকুল রায়ের বিরুদ্ধে৷ কৃষ্ণনগর উত্তর থেকে ভোটে লড়ছেন তিনি৷ কৌশানি হেরম্ব চন্দ্র কলেজ থেকে বাণিজ্য শাখায় স্নাতক৷ 

সোহম চক্রবর্তী- হুগলীর চণ্ডীতলা কেন্দ্রে তৃণমূলের ঘর সামলানোর দায়িত্ব সঁপা হয়েছে সোহমের কাঁধে৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে সাম্মানিক স্নাতক তিনি৷ 

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়- বাঁকুড়া সদর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়৷ দ্বিতীয় দফায় ভাগ্য পরীক্ষা হয়ে গিয়েছে তাঁর৷ সায়ন্তিকা কলকাতার সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানে সম্মানিক স্নাতক৷ 

যশ দাশগুপ্ত- হুগলীর চণ্ডীতলা কেন্দ্রে বিজেপি’র তারকা প্রার্থী যশ৷ টেলিভিশন থেকে যাত্রা শুরু করে তিনি এখন রুপোলি পর্দার প্রথম সারির নায়ক৷ তাঁর শিক্ষাগত যোগ্যতা, সিবিএসই বোর্ড থেকে সেকেন্ডারি স্কুল এক্সাম। 

জুন মালিয়া- একুশের ময়দানে তৃণমূলের হয়ে ভোট ময়দানে নেমেছেন জুন মালিয়া৷ প্রথম দফাতেই তাঁর কেন্দ্রে ভোট হয়ে গিয়েছে৷ তাঁরও যোগ্যতা সিবিএসই বোর্ড থেকে সেকেন্ডারি স্কুল এগজাম৷ 

লাভলি মিত্র- সোনারপুর দক্ষিণের প্রার্থী লাভলি মৈত্র স্নাতক৷ নেতাজি সুভাষচন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করেছেন তিনি।

কাঞ্চন মল্লিক- এবারের ভোটে উত্তরপাড়া থেকে তৃণমূলের টিকিটে লড়ছেন এই অভিনেতা। তিনি কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক। 

তনুশ্রী চক্রবর্তী- বিজেপি’র শ্যামপুরের তারকা প্রার্থী তনুশ্রী চক্রবর্তী কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে সম্মানিক স্নাতক৷

রাজ চক্রবর্তী- বারাকপুর থেকে তৃণমূলের হয়ে ময়দানে নেমেছেন চিত্র পরিচালক রাজ চক্রবর্তী৷ তিনি উচ্চমাধ্যমিক পাস৷ 

হিরণ- খড়গপুর সদর কেন্দ্রের বিজেপি’র তারকা প্রার্থী হিরণ৷ তার পুরো নাম হিরন্ময় চট্টোপাধ্যায়৷ তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতক৷ 

পায়েল সরকার- বেহালা পূর্বে বিজেপি’র আরও এক তারকা প্রার্থী অভিনেত্রী পায়েল সরকার৷ তাঁর লড়াই রত্না চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে৷ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক তিনি৷ 

শ্রাবন্তী চট্টোপাধ্যায়- বেহালা পশ্চিমে বিজেপি’র তারকা প্রার্থী শ্রাবন্তী ছোট থেকেই অভিনয়ের সঙ্গে যুক্ত৷ তিনি মাধ্যমিক পাস৷ 

পাপিয়া অধিকারী- অভিনয় জগতের অন্যতম পরিচিত নাম পাপিয়া অধিকারী যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে তুলনামূলক সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেছেন৷ তিনি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্রে বিজেপি’র তারকা প্রার্থী।  

অঞ্জনা বসু-  ছোট পর্দায় অতি পরিচিত মুখ অঞ্জনা কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কলা বিভাগে স্নাতক৷ 

চিরঞ্জিত- বারাসতের তৃণমূল প্রার্থী চিরঞ্জিৎ যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে আর্কিটেকচারে ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক৷ 

দেবদূত ঘোষ- সংযুক্ত মোর্চা সমর্থিত বাম প্রার্থী দেবদূত ঘোষ তাদের একমাত্র তারকা৷ কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেছেন তিনি৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + four =