ভোটার লিস্টে আপনার নাম আছে তো? বাড়িতে বসে চেক করুন এইভাবে

ভোটার লিস্টে আপনার নাম আছে তো? বাড়িতে বসে চেক করুন এইভাবে

voter list

নয়াদিল্লি: ভোটার লিস্ট থেকে হঠাৎ কাটা যায়নি তো আপনার নামটা? নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারবেন কিনা তা নিয়ে আপনি নিশ্চিত তো? নো টেনসন! এটা জানার জন্য কোনও দৌড়-ঝাঁপ করতে হবে না আপনাকে। মাত্র এক মিনিটেই জানুন ভোটার তালিকায় আপনার নাম আছে কিনা।

ভোটার লিস্টে আপনার নাম চেক করবার জন্য আপনার কাছে ভোটার কার্ড বা ভোটার কার্ডের নম্বর থাকা বাধ্যতামূলক নয়। আপনি শুধু মাত্র নিজের নাম ও অভিভাবকের নাম দিয়ে সার্চ করে দেখে নিতে পারবেন আপনার আবেদন করা ভোটার কার্ডটি তৈরি হয়েছে কিনা। অর্থাৎ নতুন ভোটার লিস্টে আপনার নাম উঠেছে কিনা। বর্তমানে নতুন ভোটার লিস্টে আপনার নাম চেক করার জন্য আপনাকে প্রথমে ভোটার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট যথা https://ceowestbengal.nic.in/ এ যেতে হবে। এরপর কিছুটা নীচে নামলে আপনি দুটো অপশন পেয়ে যাবেন। 

(ক) Search Your Name In Voter List এবং (খ) Electoral Roll

যদি ভোটার লিস্টে আপনার নাম চেক করতে চান তবে Search Your Name In Voter List অপশনটিতে ক্লিক করবেন। এরপরই আপনার কাছে একটি নতুন পেজ আসবে সেখানে আপনার কাছে কিছু তথ্য চাওয়া হবে। সবার প্রথমে আপনাকে আপনার রাজ্য সিলেক্ট করতে হবে। এরপর আপনার নাম এবং আপনার অভিভাবকের নাম সঠিক স্থানে লিখতে হবে। তারপর আপনার জন্ম তারিখ অথবা আপনার বয়স বসাবেন এরপর আপনার জেন্ডার বসাতে হবে এবং তারপর আপনার জেলার নাম এবং বিধানসভার নাম সিলেক্ট করতে হবে। সবশেষে ক্যাপচা পূরণ করে সার্চ বাটনে ক্লিক করলেই আপনার তথ্য চলে আসবে। আপনি এই তথ্যে আপনার ভোটার কার্ড নম্বর দেখতে পাবেন। এই সহজ পদ্ধতিতে দ্রুত চেক করে নিন আপনার নামটি লিস্টে আছে কী না।

এছাড়া, আপনি যদি আপনার এলাকার ভোটার লিস্ট ডাউনলোড করতে চান তবে Electoral Roll অপশনে ক্লিক করবেন। তারপর এগোবেন বাকি প্রসেস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 12 =