মুর্শিদাবাদ: কাজের জন্য ফর্ম জমা দিতে এসে পুলিশের ব্যাপক লাঠিচার্জের মুখে বেকার যুবকরা৷ বহরমপুর স্টেডিয়ামে তুলকালাম কাণ্ড৷ একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মুর্শিদাবাদ জেলায় বেকার যুবকদের কর্মসংস্থানের কথা ঘোষণা করা হয়৷ সেই বিজ্ঞাপন দেখে ফর্ম জমা দিতে এসে তুলকালাম কাণ্ড৷ বেকার যুকদের উপর চলল লাঠি চার্জ৷
আরও পড়ুন- বেসরকারি সংস্থায় অ্যাপ্রেন্টিস নিয়োগ
মন্ত্রী হুমায়ুন কবিরের উদ্যোগে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের মাধ্যমে একটি বেসরকারি কোম্পানিতে মুর্শিদাবাদে কিছু বেকার যুবকদের কাজ পাইয়ে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল৷ সেই মোতাবেক আজ মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে স্টেডিয়ামে উপস্থিত হন কয়েক হাজার বেকার যুবক৷ গতকাল রাত থেকে তাঁরা স্টেডিয়ামের বাইরে লাইন দেয় বলে অভিযোগ৷ সেখানে ব্যারিকেড করে রাখা হয়েছিল৷ আজ সকালে ফর্ম দেওয়ার প্রক্রিয়া শুরু হতেই ব্যারিকেড ভেঙে যায় এবং সেখানে চূড়ান্ত বিশৃঙ্খলা সৃষ্টি হয়৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷ পরে পরিস্থিতি স্বাভাবিক হলে ফের ফর্ম দেওয়ার কাজ শুরু হয়৷
জানা গিয়েছে ১২০০ যুবককে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ কিন্তু ১০ হাজারের বেশি যুবক সেখানে ভিড় জমান৷ ফর্ম পাওয়ার জন্য রাত ভর তাঁরা দাঁড়িয়েছিলেন লাইনে৷ অথচ এত বিপুল পরিমাণ ভিড় সামাল দেওয়ার মতো পুলিশ সেখানে উপস্থিত ছিল না৷ বিজ্ঞাপন দেখে এত বিশাল সংখ্যায় বেকার যুবক ফর্ম নিতে আসবেন তা আন্দাজ করা সম্ভব হয়নি৷ যার জেরে এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়৷ শুরু হয় হুড়োহুড়ি৷ এর পরেই ব্যাপক লাঠিচার্জ শুরু করে পুলিশ৷