আজই আংটি বদল? পরিণীতি-রাঘবের বাগদান ঘিরে সাজ সাজ রব

আজই আংটি বদল? পরিণীতি-রাঘবের বাগদান ঘিরে সাজ সাজ রব

 অনেক দিন ধরেই লুকোচুরি চলছে। কিন্তু, আর চোখ এড়ানোর উপায় নেই। বাগ্‌দান উপলক্ষে সেজে উঠেছে রাঘব আর পরিণীতির বাড়ি। সূত্রের খবর, শনিবার নয়া দিল্লির কাপুরথলা হাউসে পরিবার পরিজন ও বন্ধুবান্ধবদের উপস্থিতিতে আংটিবদল করবেন দুই তারকা… সেই অনুষ্ঠান উপলক্ষেই রাঘবের সরকারি বাসভবন সেজে উঠেছে আলো আর ফুলের সাজে। অন্যদিকে, বান্দ্রায় পরিণীতির বাসভবনও ঝলমল করছে আলোয়। কী হতে চলেছে বাগদানে? অতিথি তালিকায় থাকছেন কে কে?  কী পরছেন অভিনেত্রী? আসুন বরং জেনে নেওয়া যাক।
  
জানা যাচ্ছে, শিখ রীতির প্রার্থনা ‘আদ্রস’ দিয়ে শুরু হবে বাগদানের অনুষ্ঠান। বিকেলে শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থসাহেব-এর অংশ শুকুমণি সাহেব পাঠের পর শুরু হবে আদ্রস। শুভ লগ্নে আংটিবদল করবেন রাঘব-পরিণীতি…

বোনের বাগদানের জন্য কোনওরকমে সময় বার করেছেন প্রিয়ঙ্কা চোপড়া। মার্কিন মুলুক থেকে ঝটিকা সফরে দিল্লি উড়ে এসেছেন। দিল্লিতে এসেছেন আমাজনের এক্সিকিউটিভ ম্যানেজার থমাস ডার্চকোভিজ। থমাস পরিণীতির খুবই ঘনিষ্ঠ বন্ধু।

জানা যাচ্ছে, হাইপ্রোফাইল বাগদানের অনুষ্ঠানে নিমন্ত্রিতের সংখ্যা প্রায় ১৫০ জন… এরমধ্যে পরিণীতি ঘনিষ্ঠ বলিউডের পরিচিতরা যেমন আছেন তেমনই আপ সাংসদ রাঘবের কাছের লোকজন যারা, তাঁরাও হাজির হবেন অনুষ্ঠানে। অতিথি তালিকায় থাকতে পারেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়াল এবং পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। এছাড়াও ডিজাইনার মনীশ মালহোত্রা, করণ জোহর, সানিয়া মির্জা বাগদানে অংশ নেবেন বলেও জানা যাচ্ছে।

হবু দম্পতির পোশাক নিয়েও চলছে নানা কানাঘুষো। শোনা যাচ্ছে, বিশেষ দিনে রাঘব পরবেন তাঁর পোশাকশিল্পী মামা পবন সচদেবার তৈরি শেরওয়ানি। আর পরিণীতির অঙ্গে থাকবে মণীশ মলহোত্রার তৈরি পোশাক।

পরিণীতি চোপড়া ও রাঘব চড্ডার বাগদানের অনুষ্ঠানের মেনুতে থাকবে কাবাবসহ ভারতীয় খাবারের মিশ্রণ। এর পাশাপাশি, মেনুতে ভেগান অপশনও থাকবে।

বেশ কয়েকমাস ধরেই পরিণীতি চোপড়া ও আপ সাংসদ রাঘব চাড্ডার প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে বি-টাউনে। রেস্তরাঁয় একসঙ্গে ডিনার হোক লাঞ্চ, একাধিকবার জুটিতে দেখা দিয়েছে দুই তারকাকে।  এমন সময় তাঁদের প্রেম, বাগদান ও বিয়ে নিয়েও নানা জল্পনা ছড়ায়… যদিও নিজেদের সম্পর্কের ব্যাপারে প্রকাশ্যে কিছুই বলেন নি পরিণীতি কিংবা রাঘব।    

কিছু দিন আগে দুজনকে একসঙ্গে আইপিএলের ম্যাচ দেখতেও দেখা গিয়েছে… গ্যালারিতে পরিণীতিকে দেখে সেই সময় অনেকেই ভাবি অর্থাৎ বৌদি বলে ডেকে ওঠে… যা শুনে লজ্জায় লাল হয়ে যায় অভিনেত্রী। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen + 3 =