তারকা প্রচারকের তালিকায় বদল! নাম কাটলো বিজেপি! ভোটের মুখে বড় সিদ্ধান্ত

তারকা প্রচারকের তালিকায় বদল! নাম কাটলো বিজেপি! ভোটের মুখে বড় সিদ্ধান্ত

3 stocks recomended

bjp-s star campaigners

নয়াদিল্লি:  বিজেপির তারকা প্রচারকের তালিকায় বড়সড় বদল! শেষ মুহূর্তে কাদের নাম কাটা গেল?

দোরগোড়ায় লোকসভা ভোট। সব রাজনৈতিক দলই জোরকদমে প্রচার চালাচ্ছে। মহারাষ্ট্রে এবার এক সঙ্গে লড়াই করছে বিজেপি, একনাথ শিন্ডের শিবসেনা এবং অজিত পওয়ারের এনসিপি। তবে বিজেপি প্রার্থীর সমর্থনে একনাথ বা অজিত কেউই প্রচার করতে পারবেন না! প্রচারকের তালিকা থেকে দুই রাজনীতিবিদকে বাদ দিল বিজেপি।

মহারাষ্ট্রে লোকসভার প্রচারে কারা কারা থাকবেন, সম্প্রতি সেই তালিকা প্রকাশ করেছিল বিজেপি এবং শিবসেনার শিন্ডে গোষ্ঠী। যেখানে শিবসেনার তারকা প্রচারকের তালিকায় নাম ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীস। অন্য দিকে, বিজেপির তালিকায় ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী শিন্ডে, উপমুখ্যমন্ত্রী অজিত। এরপরই নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে। সেই অভিযোগপত্রে লেখা হয়, জনপ্রতিনিধিত্ব আইনের ৭৭ নম্বর ধারা লঙ্ঘন করেছে বিজেপি এবং শিন্ডে গোষ্ঠী। যে ধারায় বলা হয়েছে, কোনও রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁর নিজের দল ছাড়া অন্য দলের হয়ে ভোটে প্রচার করতে পারবেন না। অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসে কমিশন। বিজেপি এবং শিবসেনাকে মুখ্য নির্বাচন কমিশনার চিঠি দিয়ে জানান, কোনও ভাবেই অন্য দলের নেতাকে নিজের দলের তারকা প্রচারকের তালিকায় রাখা যাবে না। কমিশনের চিঠি পাওয়ার পরেই বিজেপি তাদের তারকা প্রচারকের তালিকা পরিবর্তন করে।