এক দশক পর বদল আসছে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে

এক দশক পর বদল আসছে উচ্চমাধ্যমিকের পাঠ্যক্রমে

কলকাতা: সব কটি বিষয়েই একাদশ-দ্বাদশ শ্রেণির পাঠ্যক্রম ঢেলে সাজাতে উদ্যোগী এ রাজ্যের উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। পাঠ্যক্রমকে আরও সময়োপযোগী করে তোলার চেষ্টা চলছে৷ সেই লক্ষ্যে ইতিমধ্যেই কাজ শুরু হয়ে গিয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানিয়েছেন, উচ্চমাধ্যমিক স্তরে ৬০টি বিষয়ের মধ্যে ১৩টি বৃত্তিমূলক বিষয়৷ এই ১৩টি বিষয়কে বাদ রেখে বাকি ৪৭টি বিষয়ের পাঠ্যক্রমে ব্যাপকভাবে বদল আনা হচ্ছে। এই কাজের জন্য চার সদস্যের বিষয়ভিত্তিক সিলেবাস সাব-কমিটিও তৈরি করা হয়েছে। সেই কমিটিগুলির প্রথম বৈঠক হবে শনিবার। সংসদ সভাপতি বলেন, পরিকল্পনামাফিক সব কাজ সম্পন্ন হলে  ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকেই নতুন পাঠ্যক্রম শুরু হয়ে যাবে৷  উল্লেখ্য, দশ বছর আগে অর্থাৎ ২০১২-২০১৩ শিক্ষাবর্ষে শেষ বার একাদশ-দ্বাদশের পাঠ্যক্রম সংশোধন করা হয়েছিল৷ 

শিক্ষক সংগঠন STEA-এর তরফে অনিমেষ হালদার বলেন, ‘এবছর থেকে যখন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপ অনলাইনে সাবমিট করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল আমরা তখনই বলেছিলাম কাউন্সিলের সার্ভার যেন ঠিকমত কাজ করে। তা নাহলে খুব সমস্যায় পড়বে স্কুলগুলি৷ কারণ আমাদের বাস্তব অভিজ্ঞতায় দেখেছি, বিদ্যালয় শিক্ষার গুরুত্বপূর্ণ পোর্টাল বাংলার শিক্ষার পোর্টালের সার্ভার প্রায়ই ডাউন থাকে। বিগত বছরের মত এবারও ছাত্রছাত্রীদের পরীক্ষার প্রাপ্ত নম্বর সাবমিট করতে সমস্যা হচ্ছে। প্রায় ৭ লক্ষের মতো পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন৷ ফলে এত সংখ্যক পরীক্ষার্থী ফর্ম অনলাইনে সাবমিট করতে যাতে অসুবিধা না হয় তেমন ক্ষমতাসম্পন্ন সার্ভার বসানো উচিত৷’’

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *