কক্ষপথ থেকে ল্যান্ডারকে নজরে রাখছে অরবিটার

কক্ষপথ থেকে ল্যান্ডারকে নজরে রাখছে অরবিটার

chandrayaan 2

কলকাতা: ইতিহাস লিখে চাঁদের মাটি ছুঁয়েছে ইসরোর তৈরি চন্দ্রযান-৩৷ সেই ঐতিহাসিক মুহূর্তের ছবি ধরা পড়েছে চন্দ্রযান-২ এর অরবিটার হাই-রেজোলিউশন ক্যামেরা  (OHRC) য়৷ কক্ষপথে ঘুরতে ঘুরতেই সে ক্যামেরাবন্দি করেছে চাঁদের মাটি ছোঁয়ার সেই মহেন্দ্রক্ষণকে। এর পরেও আরও নানা ছবি লেন্সবন্দি করছে সে৷ কক্ষপথ থেকে যেন বিক্রমকে তার বার্তা- ‘আমি নজর রাখছি’ । 

চন্দ্রপৃষ্ঠে অবতরণ করার পর থেকেই কাজ শুরু করে দিয়েছে ল্যান্ডার বিক্রম এবং রোভার প্রজ্ঞান৷ সেই আপডেট নিয়মিত ভাবে দেশবাসীকে দিয়ে চলেছে ইসরো৷ গতকালের পর ফের চাঁদের বুকে বিক্রমের কাজের আপডেট শেয়ার করেছে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা। সেই সঙ্গে ছবিও ভাগ করে নিয়েছে তারা৷ 


চন্দ্রযান-২ এর অরবিটার হাই-রেজোলিউশন ক্যামেরা (OHRC) থেকেও একের পর ছবি পাঠানো হচ্ছে। ইসরোর তরফে জানানো হয়েছে, আপাতত চাঁদের আশেপাশে এর চেয়ে উন্নত প্রযুক্তির ক্যামেরা আর নেই। কক্ষপথ থেকে এই ক্যামেরাই ক্রমাগত নজর রাখছে বিক্রমের উপরে। 

বৃহস্পতিবার সকালে টুইট করে ইসরো জানায়, রোভার ‘প্রজ্ঞান’-এর সৌজন্যে চাঁদের মাটিতে একপ্রস্ত হাঁটাহাঁটি করে ফেলেছে ভারত। আরও আপডেট আসছে শীঘ্রই৷  টানটান উত্তেজনা তৈরি করে দেন ইসরোর বিজ্ঞানীরা। তারপরই শুক্রবার এই আপডেট।

বুধবার থেকেই শুরু হয়েছে চন্দ্রদিবস বা চাঁদের দিন। এই সময় চাঁদের এই প্রান্তে সূর্যের হালকা আলো থাকবে। সৌরশক্তিকে কাজে লাগিয়েই নিজেদের কাজ করে চলেছে রোভার এবং প্রজ্ঞান৷ তাদের গতিবিধি নিয়ন্ত্রণে রাখছে ইসরো৷ আর এই কাজে ভারতের মহাকাশ গবেষণা সংস্থাকে সাহায্য করছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এবং ইউরোপিয়ান স্পেস এজেন্সি৷ তবে এই নজরদারি মাত্র দু’সপ্তাহের জন্য সীমিত নয়। কারণ মাত্র ১৪ দিনের জীবনকাল নিয়েই চাঁদে গিয়েছে বিক্রম এবং প্রজ্ঞান৷

ল্যান্ডার বিক্রমে মোট ৭টি পে-লোড রয়েছে। প্রতিটি পে-লোডের ভূমিকা কিন্তু অপরিসীম। প্রতিটি পে-লোড প্রথমে সিগন্যাল পাঠাবে রিলে স্যাটেলাইটে। রিলে স্যাটেলাইট সেই সিগন্যালগুলিকে ডিকোড করবে তারপর সেগুলি পাঠাবে ইসরোর কন্ট্রোল রুমে৷ সহজভাবে বলতে গেলে এই প্রোপালশন মডিউলই সেতুবন্ধনের কাজ করবে ল্যান্ডার এবং ইসরোর যোগাযোগের মাধ্যম হিসেবে।

এদিকে, ইসরো সোশ্যাল মাধ্যমে প্রজ্ঞানের ভূমিষ্ঠ হওয়ায় ভিডিয়ো শেয়ার করেছে৷ তাতে দেখা যাচ্ছে, বিক্রমের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামছে রোভার প্রজ্ঞান। এই অবতরণের ভিডিয়ো করেছে বিক্রমের সুনির্দিষ্ট ক্যামেরা। গত ২৩ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। তারপর থেকে একাধিক ছবি প্রকাশ পেলেও ভিডিয়ো এই প্রথম। যা দেখে আশ্চর্য হচ্ছে সকলেই। প্রসঙ্গত, চাঁদের মাটি ছোঁয়ার পর পরই ছবি তুলেছিল ল্যান্ডার বিক্রম। সেই ছবি নাসা প্রকাশও করেছিল। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =