বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ির গাড়িতে হামলা, ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

 শালতোড়া: ভোট গণনার  মাঝেই আক্রান্ত বাঁকুড়ার শালতোড়ার বিজেপি বিধায়ক চন্দনা বাউড়ি৷ তাঁর গাড়িতে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ৷ চন্দনার দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে। যদিও তৃণমূল তাঁর অভিযোগ মানতে নারাজ৷ পাল্টা বিজেপির অন্তর্কলহের দাবি জানিয়েছে শাসক শিবির।

মঙ্গলবার সকালে শালতোড়ার নেতাজি সেন্টিনারি কলেজের গণনাকেন্দ্রের কাছে বিজেপির শিবিরে বসেছিলেন চন্দনা। আচমকাই বিজেপি শিবিরের উপর ঢিল পড়তে শুরু করে। ইটের আঘাতে কয়েক জন বিজেপি কর্মী আহত হন। ঢিল এসে পড়ে বিধায়কের গাড়ির উপরেও৷ কাচ ভেঙে চৌচির হয়ে যায়৷ আরও কয়েকটি গাড়ির কাচও ইটের আঘাতে ভেঙে যায়। এই ঘটনায় তৃণমূলের দিকে অভিযোগের আঙুল তুলেছে গেরুয়া দল। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ এসে দু’পক্ষকে সরিয়ে দেয়।

চন্দনা বলেন, ‘‘টিএমসির গুন্ডা, হার্মাদ বাহিনী এসে যত গাড়ি দাঁড়িয়েছিল সব ক’টাকে ভেঙেছে। রাস্তায় আমাদের যে ছেলেরা দাঁড়িয়েছিল, তাঁদের মারতে মারতে নিয়ে গিয়েছে। আমি বেরিয়ে আসার পর পুলিশ সক্রিয় হয়। তার আগে পর্যন্ত চুপচাপ দাঁড়িয়েছিলেন। পুলিশ আগে সক্রিয় হলে একটা গাড়িও ভাঙত না।’’

যদিও বিজেপির অভিযোগ উড়িয়ে পাল্টা গেরুয়া শিবিরের অন্তর্কলহের দিকেই আঙুল তুলেছে তৃণমূল। রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা স্থানীয় তৃণমূল নেতা শ্যামল সাঁতরা বলেন, ‘‘ভোটে প্রার্থী নিয়ে বিজেপির মধ্যে প্রবল অন্তর্কলহের কথা কারও অজানা নয়। প্রবল ক্ষোভের বহিঃপ্রকাশ হয়েছে বিধায়কের সামনে।’’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + fifteen =