ধর্মতলায় পদ্মের সমাবেশে শেষ বক্তা শাহ, প্রথম বক্তা কে? ‘চমক’ দিতে চাইছে বিজেপি

ধর্মতলায় পদ্মের সমাবেশে শেষ বক্তা শাহ, প্রথম বক্তা কে? ‘চমক’ দিতে চাইছে বিজেপি

Final Speaker

কলকাতা:  আজ ধর্মতলায় বিজেপির শাহী সভা। দুপুর ২টো নাগাদ এই মঞ্চ থেকে ভাষণ দেওয়ার কথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। যদিও তার অনেক আগে থেকেই শুরু হয়ে যাবে বক্তৃতার পালা। সকাল ১০টা থেকেই সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু করে দেওয়ার পরিকল্পনা রয়েছে বঙ্গ বিজেপি নেতৃত্বের।  দলের কবিয়াল-বিধায়ক অসীম সরকারের গান থেকে অভিনেতা রুদ্রনীল ঘোষের কবিতা আবৃত্তি, সবই থাকবে সেখানে৷ এর পর শুরু হবে বক্তৃতাষ কিন্তু সবার আগে মঞ্চে উঠবে কে? তাতেই চমক চাইছে বিজেপি নেতৃত্ব৷ 

বিজেপি সূত্রে জানা গিয়েছে, বুধবার ধর্মতলায় কার পরে কে বক্তৃতা করবেন তা এখনও নিশ্চিত না হলেও শুরু এবং শেষটা চূড়ান্ত। এদিন প্রথমেই মঞ্চে বক্তব্য রাখতে উঠবেন শালতোড়ার বিধায়ক চন্দনা বাউড়ি। ২০২১ সালে বিধানসভা নির্বাচনের সময়ে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রচারে এসে চন্দনার কথা উল্লেখ করেছিলেন। ধর্মতলার শাহী সভাতে তাঁর বক্তব্য দিয়েই হবে শুরু৷ আর শেষ করবেন অমিত শাহ।

এদিন মঞ্চে উপস্থিত থাকবেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও৷ কলকাতা বিমানবন্দরে অমিত শাহকে স্বাগত জানাবেন তাঁরাই৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 11 =