rain
কলকাতা: বঙ্গজুড়ে শীতের আমেজ৷ হালকা শীতের চাদর গায়ে জড়িয়ে উৎসবের মরশুমে বেশ খোশ মেজাজে রয়েছে বাঙালি৷ এরই মধ্যে দেখা দিল নিম্নচাপের ভ্রূকুটি৷ আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে ফের একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে৷ ১৫ নভেম্বর, বুধবার দক্ষিণ-পূর্ব ও সংলগ্ন দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপটি তৈরি হবে। যদিও এটি কতটা শক্তিশালী হবে বা এর অভিমুখ কোন দিকে থাকবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা৷
তবে নিম্নচাপের কিছুটা প্রভাব দক্ষিণবঙ্গের উপর পড়তে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে হাওয়া অফিস৷ আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশ দাস জানিয়েছেন, ১৫-১৭ নভেম্বর দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারেন৷ ১৪ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কারই থাকবে। নিম্নচাপের পাশাপাশি সক্রিয় থাকবে পুবালি বাতাস৷ ফলে বঙ্গোপসাগর থেকে অতিরিক্ত মাত্রায় জলীয় বাষ্প ঢুকে পড়বে।
আবহাওয়াবিদরা এও জানিয়েছেন যে, সাধারণত নভেম্বর মাসে বঙ্গোপসাগরে কোনও নিম্নচাপ তৈরি হলে সেটি অন্ধ্র-তামিলনাড়ু উপকূলের দিকে এগিয়ে যায়। তবে এই নিম্নচাপ যে কোনও ভাবে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ কিংবা মায়ানমার উপকূলের দিকে অগ্রসর হবে না, তা জোড় দিয়ে বলা যায় না।