ঘরের মাঠে রোনাল্ডোর কাছে লজ্জার হার মেসির

ঘরের মাঠে রোনাল্ডোর কাছে লজ্জার হার মেসির

বার্সেলোনা: চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠে ৩-০ গোলে জুভেন্টাসের কাছে হারলো বার্সেলোনা। লিগের এই মরশুমে প্রথম হারের মুখ দেখল লিওনেল মেসির দল। জোড়া গোল করলেন পর্তুগিজ মহাতারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। অপর গোলটি করেন ওয়েস্টন ম্যাকেনি।

প্রথম পর্বে তুরিনে গিয়ে রোনাল্ডোহীন জুভেন্টাসকে তাদের ঘরের মাঠে ২-০ হারিয়ে এসেছিল এফসি বার্সেলোনা। গ্রুপ শীর্ষে থেকে শেষ ষোলোয় যেতে গেলে আজকের ম্যাচে বার্সাকে ৩ গোলেই হারাতে হত জুভেন্টাসের। ক্লাবের নয়া ম্যানেজার প্রাক্তন বিশ্বকাপজয়ী ইতালিয় আন্দ্রে পির্লোর কোচ হিসাবে এটিই প্রথম বার্সা বধ।

ম্যাচের প্রথম থেকেই গোলের জন্য ঝাঁপিয়ে পড়েছিল জুভেন্টাস। সুযোগ আসে ঠিক ১৩ মিনিটের মাথায়। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সিআরসেভেন। সাত মিনিটের মধ্যে ফের গোল। দুর্দান্ত ভলিতে জালে বল জড়িয়ে দেন আমেরিকান মিডফিল্ডার ওয়েস্টন ম্যাকেনি। প্রথমার্ধের শেষ ১৫ মিনিট অনবদ্য খেলে প্রচুর সুযোগ তৈরি করে রোনাল্ড কোম্যান বাহিনী। তবে অতিথি দলের দুরন্ত ডিফেন্সের কাছে সব সুযোগই ব্যর্থ হয়।

দ্বিতীয়ার্ধে প্রথম থেকে দুই দলই আক্রমণাত্মক খেলা শুরু করে। তবে ৫২ মিনিটে ডি-বক্সের মধ্যে বার্সা সেন্টার ব্যাক ক্লেমেন্ট লেঙ্গলেট হ্যান্ডবল করেন। ফের পেনাল্টি থেকে জোরালো শটে জাল কাঁপিয়ে দেন রোনাল্ডো। এরপরেও বার্সেলোনা শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা করেও গোলের পথ খুঁজে পায়নি। আর্জেন্টিনীয় মহাতারকা লিওনেল মেসির ৪টি জোরালো শট অনায়াসে আটকে দেন জুভেন্টাসের ৪২ বছর বয়সী গোলরক্ষক বুঁফো। প্রাক্তন বিশ্বকাপজয়ী বুঁফো আজও তাঁর জাত চিনিয়ে দিয়েছেন।

চ্যাম্পিয়নস লিগে ঘরের মাঠ ক্যাম্প ন্যু-তে টানা ৩৯ ম্যাচ অপরাজিত থাকার পর হারের মুখ দেখল স্প্যানিশ জায়ান্ট বার্সা। শেষবার ক্যাম্প ন্যুতে ২০১৩-১৪ সালের মরশুমে বায়ার্ন মিউনিখের কাছে হেরেছিল ক্লাব। তবে হেরেও বিশেষ ক্ষতি হল না বার্সেলোনার। লিগে গ্রুপ জি-এর ১ নম্বরের জায়গায় ২ নম্বর দল হিসাবে শেষ ষোলোয় যাচ্ছে কোম্যানের দল। তবে বহুদিন পর মেসি-রোনাল্ডো দ্বৈরথে মেসিকে পিছনে ফেলে শেষ হাসি হাসলেন সিআরসেভেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × three =