তারকা প্রার্থীদের দরাজ সার্টিফিকেট, সায়ন্তিকাকে ফুল মার্কস মমতার

তারকা প্রার্থীদের দরাজ সার্টিফিকেট, সায়ন্তিকাকে ফুল মার্কস মমতার

বিষ্ণুপুর:  একুশের ভোটে তারকার হাট৷ তৃণমূল থেকে বিজেপি, দুই শিবিরেই তারকা প্রার্থীর মেলা৷ বুধবার বিষ্ণুপুরের সভা থেকে দলের সকল তারকা প্রার্থী, সাংসদ-বিধায়কদের দরাজ সার্টিফিকেট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বিষ্ণুপুর কেন্দ্রে তৃণমূলের তারকা প্রার্থী সায়ন্তিকার সমর্থনেও সরব হলেন তিনি৷  

আরও পড়ুন-  শুভেন্দু অধিকারীর নাম হত ৪২০ অধিকারী! কেন, জানালেন অভিষেক

মমতা বন্দ্যোপাধ্যায় সায়ন্তিকার সমর্থনে ব্যাট ধরে বলেন, ‘‘সায়ন্তিকা অনেকের চেয়ে ভালো৷ সায়ন্তিকা পুলিশের ঘরের মেয়ে৷ ওঁর বাবা বড় পুলিশ অফিসার ছিলেন৷ সায়ন্তিকার বাবা এখনও খেলাধুলা শেখান৷ ও কোনও আজেবাজে পরিবারের মেয়ে নয়৷ ভালো পরিবারের মেয়ে৷’’ তাঁর কথায়, ‘‘পুলিশরা কি শুধু দিনরাত কাজ করবে? তাঁদের ছেলেমেয়েরা টিকিট পাবে না? আমি তো হুমায়ুন কবীরকেও প্রার্থী করেছি৷ উনি চাকরি থেকে ইস্তফা দিয়ে ভোটে দাঁড়িয়েছেন৷ সায়ন্তিকার বাবা আইপিএস অফিসার ছিলেন৷ সায়ন্তিকা খুবই ভালো মেয়ে৷ আমি ওঁর বক্তৃতা শুনে মুগ্ধ৷ ও নিজেই নিজেকে তৈরি করেছে৷ এটাই ওঁর গুণ৷ ও চলচ্চিত্র জগতেও এক নম্বর নাম৷’’

এ প্রসঙ্গে দলের তারকা সাংসদদেরও ভূয়সী প্রশংসা করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ বলেন, দেব, সায়ন্তিকা, নুসরত থেকে মিমি, ওঁরা সকলে একসঙ্গে মিলেমিশে কাজ করছে৷ সোহমও আছে৷ তাঁকেও এবারের ভোটে টিকিট দেওয়া হয়েছে৷ মমতা বলেন, মিমিকে আপনারা জিতিয়েছিলেন৷ মিমি ওঁর এলাকায় অনেক কাজ করে৷ নুসরতও বারবার ওঁর এলাকায় যায়৷ আম্পানের সময় নুসরত আমার সঙ্গে সঙ্গে ঘুরেছে৷ তারকা হলেও দেব নিজের কেন্দ্রে অনেক কাজ করে৷ আম্পানের সময় ঘাটালে হাজার হাজার লোককে খাবার দিয়েছেন৷ প্রতিদিন রান্না করে সেখানকার মানুষকে খাওয়াতেন৷ তাই তারকারা যদি মনে করেন কাজ করবেন, অনেক ভালো কাজ করতে পারেন৷ 

আরও পড়ুন- বিজেপি টাকা বিলোচ্ছে, ধরিয়ে দিতে পারলেই পুরস্কার, একটা চাকরি: মমতা

প্রসঙ্গত, দেব, মিমি ও মুসরত তৃণমূল কংগ্রেসের সাংসদ৷ আর এবারের ভোটে তৃণমূলের হয়ে মাঠে নেমেছেন সায়ন্তিকা, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, সোহম, জুন মালিয়া, সায়নী ঘোষরা৷  
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 13 =