Deepf
নয়াদিল্লি: বদলে দিতে পারে শরীর-মুখ৷ ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগে কেন্দ্র৷ এই প্রযুক্তির অপব্যবহার রুখতে কড়া অবস্থান নিতে চলেছে কেন্দ্র। বৃহস্পতিবার গুগল, ফেসবুকের পরিচালক সংস্থা মেটা-সহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন কেন্দ্রীয় তথ্য এবং প্রযুক্তি মন্ত্রকের কর্তারা। ওই বৈঠকে উপস্থিত ছিলেন খোদ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। বৈঠকের শেষে মন্ত্রী জানান, ডিপফেক প্রযুক্তির মোকাবিলায় যথাযথ পদক্ষেপ করতে দশ দিন সময় নেওয়া হচ্ছে। এর মধ্যে ডিপফেক প্রযুক্তি নিয়ে খসড়া আইন তৈরি করা হবে বলেই জানান মন্ত্রী। প্রস্তাবিত আইনে কড়া শাস্তির বিধান রাখা হবে বলেও মন্ত্রক সূত্রে খবর৷
ডিপফেক প্রযুক্তি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সম্প্রতি অভিনেত্রী রশ্মিকা মন্দানার ডিপফেক ভিডিয়োকে কেন্দ্র করে হইচই পড়ে গিয়েছিল৷ ওই ঘটনায় এফআইআর দায়ের করে দিল্লি পুলিশ। এই ঘটনার পর নড়েচড়ে বসেছে কেন্দ্র৷ কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, যাঁরা ডিপফেক ভিডিয়ো তৈরি করবে এবং যে প্ল্যাটফর্মে সেগুলি শেয়ার করা হবে, তাদের কড়া জরিমানার মুখে পড়তে হবে।
ডিপফেক ভিডিয়ো সংক্রান্ত পরবর্তী বৈঠক হবে ১ ডিসেম্বর। ওই দিন এই খসড়া আইন নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গেই আলোচনা করা হবে৷ বৈষ্ণবের কথায়, ডিপফেক ‘গণতন্ত্রের নয়া বিপদ’৷ তিনি জানান, এই প্রযুক্তির ব্যবহার রুখতে মূলত চারটি বিষয়ের উপর জোর দেওয়া হবে। যথাক্রমে- চিহ্নিতকরণ, ফেক ভিডিয়ো ভাইরাল হওয়া থেকে কী ভাবে আটকানো যায়, কী ভাবে বিষয়টিকে নথিবদ্ধ করা যায় এবং সচেতনতা।