বোর্নভিটা আর ‘স্বাস্থ্যকর পানীয়’ নয়! ই-কমার্স সাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

বোর্নভিটা আর ‘স্বাস্থ্যকর পানীয়’ নয়! ই-কমার্স সাইট থেকে সরিয়ে দেওয়ার নির্দেশ কেন্দ্রের

da3578a6bf79735f46a1e3e833d41faa

 নয়াদিল্লি: ‘বোর্নভিটা’-কে আর ‘স্বাস্থ্যকর পানীয়’ বা ‘হেলথ ড্রিঙ্ক’-এর তালিকায় রাখা যাবে না৷ সমস্ত ই-কমার্স সংস্থাকে সে কথা জানিয়ে দিল কেন্দ্রীয় বাণিজ্য এবং শিল্প মন্ত্রক। কেন্দ্রের নির্দেশ, অনলাইন বিপণন সংস্থাগুলি তাদের সাইট বা প্ল্যাটফর্মে ‘স্বাস্থ্যকর পানীয়’ বিভাগে বোর্নভিটা-কে আর জায়গা দিতে পারবে না। কিন্তু কেন এই সিদ্ধান্ত? বলা হচ্ছে, বোর্নভিটায় চিনির মাত্রা বেশি থাকার দরুণ এটিকে ‘হেলথ ড্রিঙ্ক’-এর তালিকা থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ কোপ পড়েছে একাধিক হেলথ ড্রিঙ্কসের উপরে৷ 

কেন্দ্রীয় মন্ত্রকের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, ২০০৫ সালের শিশু অধিকার রক্ষা কমিশন (সিপিসিআর) আইনের তিন নম্বর ধারায় রয়েছে শিশু অধিকার রক্ষাকারী জাতীয় কমিশন (এনসিপিসিআর)। সিপিসিআর আইনের ১৪ নম্বর ধারায় একটি তদন্ত করে জানা যায়, খাদ্য সুরক্ষা এবং নিয়ামক (এফএসএস) আইন (২০০৬) অনুযায়ী স্বাস্থ্যকর পানীয়ের কোনও সংজ্ঞা নেই। এনসিপিসিআর তদন্তে এ-ও ধরা পড়ে বোর্নভিটায় রয়েছে নির্ধারিত মাত্রার চেয়ে অনেক বেশি চিনি। এৎ পরেই এটি হেলথ ড্রিঙ্কসের তকমা হারায়৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *