বাতিল কাগজ বিক্রি করে লাভ ৬০০ কোটি! ‘আবর্জনা’ বেচে চন্দ্রযানের সমান খরচ তুলে ফেলল কেন্দ্র

বাতিল কাগজ বিক্রি করে লাভ ৬০০ কোটি! ‘আবর্জনা’ বেচে চন্দ্রযানের সমান খরচ তুলে ফেলল কেন্দ্র

নয়াদিল্লি: সরকারি অফিসে স্তুপ হয়ে পড়ে থাকা ‘আবর্জনা’ বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা ঘরে আনল কেন্দ্রীয় সরকার। এই আবর্জনার তালিকায় রয়েছে বাতিল হওয়া কাগজপত্র, ফাইল, অকেজো যানবাহন ইত্যাদি৷ সম্প্রতি চাঁদে মহাকাশযান পাঠিয়ে সাড়া ফেলেছিল ভারত। এই অভিযান সফল করতে ইসরোর খরচ হয়েছিল ৬০০ কোটি টাকা। সেই প্রকল্পের সমান টাকা শুধুমাত্র বাতিল হওয়া জিনিসপত্র বেচে উপার্জন করে ফেলেছে কেন্দ্র। প্রথমসারির এক সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী, আয়ের এই পরিসংখ্যান অগাস্ট মাস পর্যন্ত। অঙ্ক বলছে, আগামী অক্টোবর মাসের মধ্যেই আবর্জনা বেচা আয়ের পরিমাণ হাজার কোটির গণ্ডি টপকে যাবে৷ 

সরকারের প্রশাসনিক দফতরগুলিতে সাফাই অভিযান শুরু করেছে কেন্দ্র। এক দফা অভিযান শেষ৷ আগামী ২ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত চলবে নতুন অভিযান৷ যার মূল লক্ষ্যই হল দফতরের পরিচ্ছন্নতা বজায় রাখা। প্রশাসনিক স্তরে ঝুলে থাকা কাজ কমাতেও এই অভিযান শুরু করেছে সরকার। গত বছর অক্টোবর মাসেও এমন একটি অভিযান হয়েছিল। সে বার অবর্জনা বিক্রি করে ৩৭১ কোটি টাকা আয় হয়েছেন সরকারের। আগামী অক্টোবরে সরকারের লক্ষ্য কম করে ৪০০ কোটি টাকা।

উল্লেখ্য, ২০২১ সালে প্রথম সাফাই অভিযানে নেমেছিল সরকার। এই বছর অক্টোবর মাসে বাতিল কাগজপত্র বেচে ৬২ কোটি টাকা ঝুলিতে পুরেছিল সরকার। বিক্রির তালিকায় ছিল বিভিন্ন সরকারি দফতরের স্টিলের আলমারি খালি করা, বাজেয়াপ্ত করা যাবতীয় পুরনো গাড়ি নিলাম করা৷ এখনও পর্যন্ত ৩১ লক্ষ অপ্রয়োজনীয় সরকারি ফাইল আলমারি থেকে সরানো হয়েছে। ফাঁকা করা হয়েছে ১৮৫ লক্ষ বর্গফুট জায়গা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *