শুভেন্দু-সহ ২৫ বঙ্গ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা, তৎপর কেন্দ্র

শুভেন্দু-সহ ২৫ বঙ্গ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা, তৎপর কেন্দ্র

কলকাতা: বিধানসভা নির্বাচনের দিনক্ষণ এখনও ঘোষণা হয়নি৷ ভোট ঘোষণার প্রায় মাস পাঁচেক আগে থেকে নীলবাড়ি দখলের লক্ষ্যে উঠে পড়ে লেগেছে শাসক-বিরোধী শিবির৷ ভোটের আগে একের পর এক গুরুত্বপূর্ণ নেতার ‘বেসুরো’ মন্তব্য ঘিরে কিছুটা হলেও ব্যাকফুটে শাসকদল৷ সুযোগ বুঝে মাঠে নেমে পেড়েছে গেরুয়া শিবির৷ এবার শাসকদলকে আরও কিছুটা ধাক্কা দিয়ে ২৫ বঙ্গ নেতাকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়ার বিষয়ে তৎপরতা শুরু হয়েছে বলে খবর৷

সব কিছু ঠিকঠাক থাকলে কেন্দ্রীয় নিরাপত্তা পেতে চলেছেন নন্দীগ্রামের তৃণমূল বিধায়ক শুভেন্দু অধিকারী৷ খুব সম্ভাবত তিনি বিজেপিতে যোগ দিতে পারেন বলে খবর রটেছে৷ মন্ত্রিত্ব ছাড়ার আগে রাজ্য সরকারের দেওয়া নিরাপত্তা প্রত্যাহার করেন শুভেন্দু৷ তারপর থেকে তিনি নিরাপত্তা ছাড়ায় অরাজনৈতিক সভা করছেন৷ আইবি রিপোর্টে শুভেন্দুর নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকায় তাঁকে কেন্দ্রীয় নিরাপত্তা দেওয়া হতে পারে বলে খবর৷

শুধু শুভেন্দু নন, এরপর রয়েছে আরও চমক৷ বাংলা ভোটের আগে এবার আরও ২৫ জন বঙ্গ নেতার নিরাপত্তা বাড়ানোর তোড়জোড় শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক৷ মূলত, যে সমস্ত গুরুত্বপূর্ণ নেতা বিজেপিতে যোগ দেবেন, তাঁর নতুন উপহার দেওয়া হতে পারে বলে গেরুয়া শিবির সূত্রে খবর৷  

সূত্রের খবর, গোয়েন্দারা জানতে পারেছেন, ভোটের আগে বাংলায় একাধিক রাজনৈতিক নেতার উপর হামলা হতে পারে৷ বিজেপি সভাপতি জেপি নড্ডার কনভয়ে হামলার পর থেকে বাংলার নেতাদের নিরাপত্তায় আর কোনও ঝুঁকি নিতে নারাজ কেন্দ্র৷ বিজেপির বর্তমান নেতা-সহ নতুনদের জন্যও একই ব্যবস্থা কার্যকর হতে পারে বলে খবর৷ সূত্রের খবর, নতুন করে নিরাপত্তা পেতে পারেন, তাঁদের মধ্যে ৪ জনকে ওয়াই প্লাস, ১০ জনকে ওয়াই, ৬ জনকে এক্স শ্রেণির নিরাপত্তা দিতে পারে কেন্দ্র৷ নিরাপত্তা বলয়ে মোতায়েন থাকবেন কেন্দ্রীয় বাহিনীর সশস্ত্র জওয়ানরা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen + thirteen =