স্বাধীন ভারতে প্রথম, কাশ্মীরের সব সরকারি ভবনেই উড়বে তেরঙা! নয়া নির্দেশ কেন্দ্রের

এদিন অনন্তনাগ জেলা প্রশাসনের তরফে এই নির্দেশ জারি করা হয়েছে

8a2fb752e8bbd664e7cb58e290b10199

অনন্তনাগ: ২০১৯ সালে সংবিধানের ৩৭০ ধারা বাতিলের পর থেকেই অশান্তি জারি রয়েছে জম্মু ও কাশ্মীর উপত্যকা অঞ্চলে। ভারতের উত্তর পশ্চিমের এই রাজ্যটিতে পাকিস্তানি সেনাদের হামলা থেকে শুরু করে জঙ্গি সমস্যা, বছরভর লেগেই থাকে কিছু না কিছু। তার উপর সংবিধানের বিশেষাধিকার বাতিলের ফলে আরো উত্তপ্ত হয়ে কর উঠেছে ভূস্বর্গের রাজনৈতিক পরিস্থিতি। সেই আবহেই ফের এক নয়া সিদ্ধান্ত ঘোষণা করল জম্মু কাশ্মীর প্রশাসন।

জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার সমস্ত সরকারি ভবনে উত্তোলন করতে হবে ভারতের জাতীয় পতাকা, এদিন এমনটাই ঘোষণা করা হয়েছে অনন্তনাগ জেলা প্রশাসনের তরফে। অনন্তনাগের ডেপুটি কমিশনার একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন আগামী ১৫ দিনের মধ্যে জেলার সমস্ত সরকারি দফতরে ইতিবাচক ভাবে উত্তোলন করতে হবে তেরঙা। কোনো বিশেষ অনুষ্ঠান উপলক্ষ্যে সাময়িক ভাবে নয়, উত্তোলিত পতাকা স্থায়ী হবে বলেও জানানো হয়েছে। নয়া নির্দেশিকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জম্মু কাশ্মীর প্রশাসনে।

ইতিমধ্যে এই নির্দেশিকা বাস্তবায়নের জন্য তৎপরতাও শুরু হয়ে গেছে অনন্তনাগে। জেলার সমস্তবিভাগীয়, তহসিল এবং ব্লক পর্যায়ের কর্মকর্তাদের এই নির্দেশ পাঠানো হয়েছে। ১৫ দিন পর থেকে জাতীয় পতাকা অনন্তনাগের সমস্ত সরকারি ভবনের জন্যই হবে বাধ্যতামূলক। অনন্তনাগ প্রশাসনের তরফে বিবৃতিতে বলা হয়েছে, “ভারতের জাতীয় পতাকা প্রদর্শনের মাধ্যমে দেশের আইনকানুন, এবং কনভেনশনের প্রতি যে সম্মান প্রতিফলিত হয়, তা নিশ্চিত করতেই ভারত সরকার ফ্ল্যাগ কোড অফ ইন্ডিয়া, ২০০২ জারি করেছিল।” এই কোডের তৃতীয় অংশতেই সমস্ত জেলায় সরকারি ভবনে ভারতের জাতীয় পতাকা উত্তোলন বাধ্যতামূলক করা হয়েছিল বলে জানিয়েছে প্রশাসনিক ওই বিবৃতি।

অনন্তনাগ জেলার সমস্ত সরকারি ভবন, কর্মকর্তারাদের নথি, এবং উত্তোলিত পতাকার সংখ্যা সংক্রান্ত যাবতীয় তথ্য ওই বিবৃতিতে উল্লেখ করা ছিল বলেই জানা গেছে সূত্রের খবরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *