সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোট কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে ভোট কেন্দ্র! লাটে রাজ্যের টিকাকরণ

কলকাতা: নজিরবিহীন ভাবে সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে হতে চলেছে ভোট গ্রহণ কেন্দ্র৷ ২৭ এপ্রিল স্টোরের দখল নেবে কেন্দ্রীয় বাহিনী৷ তিন দিন সেন্ট্রাল মেডিক্যাল স্টোরে প্রবেশের উপর থাকবে নিষেধাজ্ঞা৷ 

আরও পড়ুন- এজেন্সি নিয়ে টিভি সাক্ষাৎকারের পরই মানস ভুঁইঞা, স্বরূপ মিত্রকে তলব ED-র

প্রসঙ্গত, বাগবাজারের এই সেন্ট্রাল মেডিক্যাল স্টোর থেকেই গোটা রাজ্যে করোনা ভ্যাকসিন বণ্টন করা হয়৷ এবার এই মেডিক্যাল স্টোরেই হবে ভোটগ্রহণ কেন্দ্র৷ নির্বাচন কমিশনের তরফ থেকে আজ এই সংক্রান্ত চিঠি এসে পৌঁছেছে বাগবাজারে৷ সেন্ট্রাল মেডিক্যাল স্টোর কতৃপক্ষকে পাঠানো ওই চিঠিতে বলা হয়েছে, শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রের আওতায় থাকা সেন্ট্রাল মেডিক্যাল স্টোরটি আগামী ২৭ এপ্রিল সকাল ১০টা নাগাদ দখল নেবে কেন্দ্রীয় বাহিনী৷ ২৭ তারিখ থেকে তিনদিন  কেন্দ্রীয় বাহিনীর অধীনেই থাকবে মেডিক্যাল স্টোর৷ এখানে ভোটগ্রহণ কেন্দ্র করা হবে৷ উপস্থিত থাকবে কেন্দ্রীয় বাহিনী৷ যার জেরে গোটা ভ্যাকসিন বণ্টন প্রক্রিয়া কার্যত বানচাল হতে চলেছে৷ নির্বাচন কমিশনের চিঠিতে মাথায় হাত স্বাস্থ্যভবনের আধিকারিকদের৷

আরও পড়ুন- শুভেন্দু তাঁর বিশ্বস্ত ছিলেন না! দাবি করলেন খোদ মমতা

দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাগবাজারের সেন্ট্রাল মেডিক্যাল স্টোরই জমা হয় ভ্যাকসিন৷ আবার এখান থেকেই গোটা রাজ্য ভ্যাকসিন বণ্টন করা হয়৷ এই স্টোর ভোটের জন্য তিনদিন খালি করে দিতে হলে গুরুতর সমস্যা তৈরি হবে৷ স্টোর থেকে ভ্যাকসিন বার করা না গেলে ওই তিনটি দিন কী ভাবে ভ্যাকসিন বণ্টন হবে, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে৷ শুধু ভ্যাকসিনই নয় বাগবাজারের এই মেডিক্যাল স্টোরে কোভিড সংক্রান্ত নানা সরঞ্জামও রাখা থাকে৷ যেমন থাকে পিপিই, মাস্ক, স্যানিটাইজার৷ এখান থেকেই তা গোটা রাজ্যে বণ্টন করা হয়৷ এই বিষয়ে উচ্চপর্যায়ে বৈঠকের পর পরবর্তী সিদ্ধান্ত নিতে চাইছেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা৷ তাঁরা মনে করছে, কোভিডের বাড়বাড়ন্তের মধ্যে সেন্ট্রাল মেডিক্যাল বোর্ডকে তিন দিনের জন্য নির্বাচন কমিশনের হাতে তুলে দিতে হলে সমস্যায় পড়বে টিকাকরণ কর্মসূচি৷    
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × three =