এক লাফে ২,৮০০ টাকা উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! জ্বালানির দামে ছ্যাঁকা?

এক লাফে ২,৮০০ টাকা উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্র! জ্বালানির দামে ছ্যাঁকা?

3 stocks recomended

windfall tax

মুম্বই: ইরান-ইজরায়েল যুদ্ধের আঁচ পড়তে শুরু করেছে গোটা বিশ্ব অর্থনীতির উপরে৷  হু হু করে বাড়ছে অপরিশোধিত তেলের দর। এরই মধ্যে উইন্ডফল ট্যাক্স বাড়াল কেন্দ্রের মোদী সরকার। যার জেরে ঘরোয়া বাজারে পেট্রল ও ডিজেলের দাম বাড়বে বলেই আশঙ্কা করছে ওয়াকিবহাল মহল। যদিও মঙ্গলবার জাতীয় স্তরে পেট্রোল-ডিজেলের দামে কোনও পরিবর্তন আনা হয়নি। 

অর্থ মন্ত্রকের জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার টন প্রতি ক্রুড অয়েলের উইন্ডফল ট্যাক্স ২,৮০০ টাকা বাড়ানো হয়েছে। এর আগে ৪ এপ্রিল শেষবার উইন্ডফল ট্যাক্স বাড়ানো হয়েছিল৷ সেই সময় টন প্রতি ৪,৯০০ টাকা থেকে বাড়িয়ে ৬,৮০০ টাকা করা হয়েছিল ট্যাক্স। অর্থাৎ একই মাসে দু’বার বাড়ল উইন্ডফল ট্যাক্স। উল্লেখ্য, টন প্রতি ২৮০০ টাকা বৃদ্ধি করার ফলে এবার তেল কোম্পানিগুলিকে উইন্ডফল ট্যাক্স বাবদ গুনতে হবে ৯,৬০০ টাকা। 

উইন্ডফল ট্যাক্স কী?

কোনও কোম্পানি অপ্রত্যাশিত মুনাফা করলে ওই সংস্থার লভ্যাংশের উপর অতিরিক্ত কর চাপায় সরকার। তাকে বলে উইন্ডফল ট্যাক্স। পরিবর্তিত পরিস্থিতিতে যে কোম্পানিগুলি হঠাৎ করে বিপুল লাভ করতে শুরু করে, সেই সংস্থাগুলিকে দিতে হয় উইন্ডফল ট্যাক্স।  প্রতি মাসে ১৫  দিন অন্তর উইন্ডফল ট্যাক্স নিয়ে পর্যালোচনা করে কেন্দ্রের সরকার।