ব্রেকিং: সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের নির্দেশ কেন্দ্রের

ব্রেকিং: সরকারি কর্মচারীদের বাড়ি থেকে কাজের নির্দেশ কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা কাঁটায় বিদ্ধ বিশ্ব৷ ভারতে করোনা সংক্রমণকে বিপর্যয় বলে ঘোষণা করা হয়েছে৷ সংক্রমণ এড়াতে বন্ধ রাখা হয়েছে স্কুল-কলেজ সহ সমস্ত সৌধ, মিউজিয়াম৷ বন্ধ রয়েছে সিনেমা হল, খেলাধুলো৷ বহু বেসরকারি প্রতিষ্ঠান তাঁদের কর্মীদের জন্য চালু করেছে ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা৷ এবার এই পথে হাঁটল কেন্দ্র৷ ৫০ শতাংশ কর্মীকে বাড়িতে বসে কাজের নির্দেশ দিল মোদী সরকার৷

গোটা বিশ্বে নোভেল করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ৷ মৃতের সংখ্যা প্রায় ৯ হাজার৷ এদেশে লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ বর্তমানে করোনা ভাইরাসের স্টেজ টুতে রয়েছে ভারত৷ এই পরিস্থিতিতে বৃহস্পতিবার সরকারি কর্মীদের জন্য ওয়ার্ক ফ্রম হোমের সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় পার্সোনেল অ্যান্ড পাবলিক গ্রিভারেন্স মন্ত্রক৷ তবে যাঁরা জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত রয়েছেন, তাঁদের জন্য ঘরে বসে কাজ করার   সুযোগ নেই৷ কোভিদ করোনা মোকাবিলায় তৎপর কর্মীরাও ওয়ার্ক ফ্রম হোমের সুবিধা পাবেন না৷

করোনা সংক্রমণ এড়াতে ইতিমধ্যেই ৩১ মার্চ পর্যন্ত দেশের বিভিন্ন রাজ্য ও শহরে বন্ধ করে দেওয়া হয়েছে সিনেমা হল, মল, শিক্ষা প্রতিষ্ঠান৷ এদিন কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করে বলা হয়, ৫০ শতাংশ গ্রুপ ‘বি’ এবং গ্রুপ ‘সি’ কর্মীকে প্রত্যেক দিন দফতরে হাজিরা দিতে হবে৷ বাকি ৫০ শতাংশ কর্মী কাজ করবেন বাড়িতে বসে৷ কর্মীদের কাজের সময়েও রদবদল করা হবে৷
রোস্টার মেনে কর্মীরা নির্ধারিত দিনে বাড়িতে বসে কাজ করার সুযোগ পাবেন৷ তবে বাড়িতে থাকলেও সবসময় তাঁদের টেলিফোন বা অন্যান্য যোগাযোগ মাধ্যমগুলিতে সক্রিয় থাকতে হবে৷ হঠাৎ করে কোনও জরুরি কাজ উপস্থিত হলে, অবিলম্বে দফতরে পৌঁছতে হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে৷  

কর্মীদের জন্য তিনটি সিফট তৈরি করা হয়েছে৷ ন’টা থেকে সাড়ে পাঁচটা, সাড়ে ন’টা থেকে ছ’টা এবং দশটা থেকে সাড়ে ছ’টা৷ ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জরুরি ভিত্তিতে এই নিয়ম কর্যকর করা হবে এবং ৪ এপ্রিল পর্যন্ত তা লাগু থাকবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − 12 =