নয়াদিল্লি: চলতি বছরের এপ্রিল মাসে থেকেই মিলতে পারে কেন্দ্র সরকারি কর্মচারীদের ডিএ অর্থাৎ মহার্ঘ ভাতা, এমনটাই সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে কেন্দ্রীয় অর্থমন্ত্রকের বৈঠক। জানা গিযেছে, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি করা হতে পারে আগামী এপ্রিল মাসে থেকে। পাশাপাশি পে কমিশনের সুপারিশ মেনে আগামী মাসে থেকে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভ্রমণ ভাতা দেওয়ার সিদ্ধান্তও গ্রহণ করা হয়েছে। কেন্দ্রের এই সিদ্ধান্তে প্রায় ৪৮ লক্ষ কেন্দ্রীয় কর্মচারী এবং ৬১ লক্ষ অবসরপ্রাপ্ত কর্মচারীর ঘরে সুসংবাদ আসতে পারে। যদিও কেন্দ্র তরফে এখনও কোনও সরকারি ঘোষণা নজরে আসেনি৷ দ্রুত এবিষয়ে জারি হতে পারে বিজ্ঞপ্তি৷
গত বছর অর্থাৎ ২০২০ সালের এপ্রিল মাসে থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল কেন্দ্রীয় সরকারি কর্মীদের ডিএ প্রদান। এরপরেই করোনা অতিমারীর প্রভাবে দেশব্যাপী হয় লকডাউন৷ যার ফলস্বরূপ দেশের অর্থনৈতিক ভাঁড়ারও কার্যত ফাকা হতে শুরু করেছিল৷ দেশে অতিমারীর কারণে জিএসটি ও বিভিন্ন রাজস্ব আদায়ের পরিমানও কমে যায় অনেকাংশে। এর ফলে ফের কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কথা ভাবেনি কেন্দ্রীয় অর্থমন্ত্রক৷ ২০২১ সালের জুন মাসে অব্দি ডিএ স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ধীরে ধীরে বলেছে পরিস্থিতি৷ অর্থাৎ, চলতি বছরের জুলাই থেকে ডিএ চালুর সম্ভাবনা ছিল, কিন্তু ছিল না কোনো নিশ্চয়তা৷
এবার চলতি অর্থবছরের বর্তমান ত্রৈমাসিকের রিপোর্ট এখনো না এলেও দেশের জিডিপি হয়েছে ঊর্ধ্বমুখী। পাশাপাশি দেশের পাঁচটি গুরুত্বপূর্ণ রাজ্যে বিধানসভা নির্বাচন শিয়রে। তাই সবদিকে নজর রেখেই ফের কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ প্রদানের ব্যাপারে ভাবতে চলেছে কেন্দ্র, এমনটা শোনা যাচ্ছে। তবে এই মহার্ঘ ভাতা ৪ শতাংশ বৃদ্ধি করার ব্যাপারের সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র৷ আগামী এপ্রিল মাসে থেকে কেন্দ্রীয় কর্মীরা মূল বেতনের ১৭ শতাংশ নয় ২১ শতাংশ ডিএ পেতে চলেছেন। তবে এই সিদ্ধান্তের কোনো ঘোষণা এখনো করা হয়নি কেন্দ্র তরফে। পাশাপাশি, বকেয়া ডিএ দেওয়া হবে নাকি নতুনভাবে ডিএ প্রদানেই মিলবে এই বাড়তি অঙ্ক, সেটিও এখনো ধোঁয়াশায়।