রামলালার প্রাণ প্রতিষ্ঠান দিন দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের

রামলালার প্রাণ প্রতিষ্ঠান দিন দেশ জুড়ে অর্ধদিবস ছুটি ঘোষণা কেন্দ্রের

central govt

অযোধ্যা: হাতে মাত্র আর তিন দিন৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের দ্বারোদ্ঘাটন৷ হবে রামলালার প্রাণ প্রতিষ্ঠা৷ দেশজুড়ে উৎসবের মেজাজ। অকাল দিওয়ালির আয়োজন চলছে৷ রামলালার প্রাণপ্রতিষ্ঠার পবিত্র মুহূর্তের সাক্ষী হতে  কেন্দ্রীয় সরকারি কর্মীরা অর্ধদিবস ছুটির আর্জি জানিয়েছিলেন৷ তাঁদের আবেদনে সাড়া দিয়ে ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার দুপুরে কেন্দ্রের তরফে ছুটির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে৷ ওইদিন দুপুর ২.৩০ পর্যন্ত সরকারি অফিসে ছুটি থাকবে। তার পর দিনের বাকি সময়টা কাজ হবে। এই ঘোষণায় খুশি কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা৷ 

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই দিন সমস্ত কেন্দ্রীয় সরকারের দফতর, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। উত্তরপ্রদেশ সরকার অবশ্য পূর্ণদিবসই ছুটি ঘোষণা করে দিয়েছে। পাশাপাশি ছুটি ঘোষণা করা হয়েছে বিজেপি শাসিত রাজস্থান, অসম, ছত্তিশগড়, উত্তরাখণ্ডে৷ সকলে যাতে রামমন্দিরে রামলালার প্রাণপ্রতিষ্ঠার শুভ মুহূর্তের সাক্ষী থাকতে পারেন, সেই আবেগ থেকেই ছুটির সিদ্ধান্ত। 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × one =