সপ্তম পে কমিশন: আকর্ষণীয় বেতনে শূন্যপদে নিয়োগ করছে কেন্দ্র! জানুন খুঁটিনাটি

নির্বাচিত প্রার্থীদের বেতন হবে প্রায় ৪৫০০০ থেকে ১ লাখ ৮০ হাজার পর্যন্ত

নয়াদিল্লি: করোনা অতিমারীর আবহে যে চরম আর্থিক বিপর্যয়ের মুখোমুখি হয়েছিল গোটা দেশ, তা থেকে ক্রমশ স্বাভাবিকের পথে হাঁটছে জনজীবন। ভ্যাকসিনের আবিষ্কারে এখন করোনার উদ্বেগ দূর হয়েছে অনেকটাই। এমতাবস্থায় দেশের নুইয়ে পড়া অর্থনীতিকে ফের চাঙ্গা করে তোলাই সরকারের কাছে বড় চ্যালেঞ্জ। সেই আবহেই এবার অত্যাকর্ষণীয় বেতনের চাকরিতে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল কেন্দ্র।

সপ্তম বেতন কমিশন (7th Pay Commission) অনুযায়ী কেন্দ্রীয় সরকারি চাকরিতে প্রস্তাবিত বেতনের পরিমাণ যে কোনো চাকরিপ্রার্থীর কাছেই আকর্ষণীয়। ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (UPSC) এই নয়া বেতন রীতি অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জানা গেছে, এই বিজ্ঞপ্তিতে মোট ৮৯টি শূন্যপদে উপযুক্ত চাকরিপ্রার্থীকে নিয়োগ করা হবে। ১৮ মার্চের মধ্যে এই শূন্যপদের জন্য আবেদন জানাতে হবে। 

প্রস্তাবিত শূন্যপদগুলিতে যাঁরা নির্বাচিত হবেন, তাঁদের বেতন দেওয়া হবে সপ্তম পে কমিশনের সাত থেকে দশ নম্বর স্তরের ভিত্তিতে। জানা গেছে, সাত নম্বর স্তরের চাকরির ক্ষেত্রে বেতনের পরিমাণ ৪৪৯০০ টাকা থেকে ১৪২৪০০ টাকা পর্যন্ত। এবং ১০ নম্বর স্তরের চাকরির ক্ষেত্রে দেওয়া হবে ৫৬১০০ টাকা থেকে ১৭৭৫০০ টাকা পর্যন্ত বেতন। অর্থাৎ আবেদনের পর নির্বাচিত হলে চাকরিপ্রার্থী ন্যূনতম ৪৪৯০০ টাকা থেকে সর্বোচ্চ ১৭৭৫০০ টাকা পর্যন্ত বেতন পেতে পারবেন। একাধিক ক্ষেত্রের শূন্যপদে ৮৯ জনকে নিয়োগের কথা জানিয়েছে ইউপিএসসি। 

ইউপিএসসি বিজ্ঞপ্তি অনুযায়ী, পাবলিক প্রসিকিউটর পদে ৪৩ জন, অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর পদে ২৬ জন ছাড়াও ১০ জন অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (সিভিল) নিয়োগ করা হবে। এছাড়া, একজন ইকোনমিক অফিসার, একজন সিনিয়র সাইন্টিফিক অফিসার, একজন গ্রুপ এ প্রোগ্রামার নিয়োগের কথাও জানানো হয়েছে। নিয়োগ করা হবে বায়োলজি,কেমিস্ট্রি ডকুমেন্টসের দুজন করে এবং লাই ডিটেকশনে একজন সিনিয়র সাইন্টিফিক অফিসারকে। এইসমস্ত পদে আবেদনের জন্য কোন কোন যোগ্যতার চাহিদা পূরণ করতে হবে তা বিস্তারিত জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। আবেদন প্রক্রিয়ায় তফসিলি জাতি উপজাতি এবং মহিলা প্রার্থী ছাড়া বাকিদের দিতে হবে ২৫ টাকা ফি। upsconline.nic.in এই ওয়েবসাইটে বিস্তারিত জানা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − seventeen =