পুজোর মরশুমে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে ডিএ, জানেন কত শতাংশ?

পুজোর মরশুমে কেন্দ্রীয় কর্মচারীদের জন্য সুখবর, বাড়ছে ডিএ, জানেন কত শতাংশ?

নয়াদিল্লি:  পুজোর নজরানা। উৎসবের মরশুমে ফের মহার্ঘ ভাতা বা ডিএ বাড়তে চলেছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরহিত্যে মন্ত্রিসভার বৈঠকে মহার্ঘ ভাতা বৃদ্ধি নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিতে চলেছে কেন্দ্রীয় সরকার৷ কিন্তু কত শতাংশ ডিএ বাড়ছে? 

আরও পড়ুন-কোভিড গ্রাফ ঊর্ধ্বমুখী দেশে, পুজোর আগে চিন্তা বাড়ছে

সূত্র মারফত জানা যাচ্ছে, ৪ শতাংশ ডিএ বৃদ্ধি পেতে চলেছে। এর ফলে ৩৪ শতাংশ থেকে বেড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ হবে ৩৮ শতাংশ। ১ জুলাই ২০২২ থেকে এটি কার্যকর হবে। ৪ শতাংশ ডিএ বাড়লে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন। প্রসঙ্গত,  ২০২২ সালের মার্চ মাসে শেষবার ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল৷ বর্তমানে, কেন্দ্রীয় সরকারের কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পান। মহার্ঘ ভাতা বৃদ্ধি হলে উপকৃত হবেন দেশের ৪৭ লক্ষ কর্মচারী ও ৬৮ লক্ষ পেনশনভোগী৷  

বর্তমান মুদ্রাস্ফীতির পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার ৪ শতাংশ ডিএ বাড়িয়ে ৩৮ শতাংশ করতে চলেছে বলে সূত্রের খবর। অক্টোবরের বেতনের সঙ্গেই নতুন মহার্ঘ ভাতার পুরো অর্থ কেন্দ্রীয় কর্মচারীরা পেয়ে যাবেন৷ অক্টোবর মাসে একসঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন তাঁরা। মহার্ঘ ভাতা বৃদ্ধির পেলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতনেও বড়সড় পরিবর্তন আসবে। 

মাসের শেষে হাতে কত টাকা পাবেন কেন্দ্রীয় কর্মচারীরা? 

ধরা যাক একজন কর্মচারীর মাসিক মূল বেতন ১৮,০০০ টাকা৷ তাহলে ৩৪ শতাংশ হারে ৬,১২০ টাকা মহার্ঘ ভাতা পান তিনি। মহার্ঘ ভাতা বেড়ে ৩৮ শতাংশ হলে, তিনি পাবেন ৬৮৪০ টাকা। অর্থাৎ,প্রতি মাসে হাতে আসবে অতিরিক্ত ৭২০ টাকা৷  

সূত্রের খবর, বুধবার বিকেল তিনটেয় কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর এবং অশ্বিনী বৈষ্ণব ক্যাবিনেট ব্রিফিং করবেন। সেখানেই সম্ভবত এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হবে৷