সরকারি কর্মচারীদের জন্য সুখবর! ৩ কিস্তির বকেয়া DA মেটানোর আশ্বাস দিল কেন্দ্র

গত বছর ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিল কেন্দ্র সরকার কিন্তু এখনও তা কার্যকর হয়নি

6a9768e21994f3e061286fa20bbcbfba

নয়াদিল্লি: করোনা ভাইরাসের দীর্ঘ অতিমারী পরিস্থিতি গভীর সংকটের ছায়া ফেলেছিল ভারতীয় অর্থনীতিতে। অতিমারী দীর্ণ গত এক বছরে দেশ জুড়ে কাজ হারিয়ে বেকার হয়েছেন বহু মানুষ। আবার বেতনে কোপও পড়েছে অনেকের। লকডাউন পরবর্তী এহেন অর্থনৈতিক পরিস্থিতিকে ফের চাঙ্গা করতে এখন মরিয়া সরকার। সেই সূত্রেই এবার সরকারি কর্মীদের জন্য খানিক স্বস্তির খবর দিল কেন্দ্র।

সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের বকেয়া ডিএ তথা মহার্ঘভাতা খুব শিগগিরই মিটিয়ে দেবে কেন্দ্র সরকার, এদিন এমনটাই জানিয়েছে অর্থ মন্ত্রক। কেন্দ্রের তরফে জানানো হয়েছে সরকারি কর্মচারীদের মোট তিন কিস্তির বকেয়া ডিএ মেটানো হবে। এর ফলে করোনা পরিস্থিতিতে সার্বিকভাবে কর্মচারীদের ডিএ-তে যে কোপ পড়ার আশঙ্কা করা হচ্ছিল তা আর পড়বে না বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

এদিন কেন্দ্রীয় অর্থ মন্ত্রণকের তরফে জানানো হয়েছে আগামী ১ জুলাই থেকে ‘কার্যকরী সংশোধিত হারে’ কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন কিস্তির বকেয়া ডিএ মেটানোর প্রক্রিয়া শুরু হবে। এ প্রসঙ্গে কথা বলতে গিয়ে সংসদীয় উচ্চকক্ষে অর্থ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, করোনাকালে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ আটকানোর ফলে দেশের অনেক সুবিধা হয়েছে। এর মাধ্যমে প্রায় ৩৭,৪৩০.০৮  টাকার উপর সাশ্রয় করেছে কেন্দ্র সরকার, করোনা পরিস্থিতিতে যা অনেক কাজে লেগেছে। তবে সেই টাকা এভার মিটিয়ে দেওয়া হবে।

বস্তুত, গত বছরের ১ জানুয়ারি, ১ জুলাই এবং চলতি বছরের ১ জানুয়ারি ডিএ পাননি কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। বর্তমানে ডিএ-র পরিমাণ মোট বেতনের ১৭%। ২০২০ সালে প্রায় ৫০ লাখ সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের ডিএ-তে ৪% বৃদ্ধির অনুমোদন করেছিল কেন্দ্রীয় মন্ত্রিসভা। ফলে ডিএ বেড়ে দাঁড়িয়েছিল ২১%। বর্ধিত ডিএ কার্যকর হওয়ার কথা ছিল ২০২১-এর জানুয়ারি থেকে। বকেয়া ডিএ মেটানোর এই কেন্দ্রীয় আশ্বাসে এখন স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন সরকারি কর্মচারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *