কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ৬৯৬টি বুথে শুরু পুনর্নির্বাচন

কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে ৬৯৬টি বুথে শুরু পুনর্নির্বাচন

0c441f98b3a2e9a389913435d15d8211

 কলকাতা: গত শনিবার গ্রাম বাংলা জুড়ে অনুষ্ঠিত হয় পঞ্চায়েত ভোট৷ নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই জেলায় জেলায় শুরু হয় অশান্তি৷ বহু জায়গায় আতঙ্কে ভোট দিতে পারেননি মানুষ৷ সেই সব কেন্দ্রে গন্ডোগোল হয়েছে, সেই বুথগুলিতে পুনর্নির্বাচনের কথা বলা হয়েছিল৷ সেই মতো রাজ্যের ২২টি জেলার মধ্যে ১৯টির একাধিক বুথে শুরু হয়ে গেল পুনর্নির্বাচন৷ সব মিলিয়ে ৬৯৬টি বুথে নতুন করে ভোট হচ্ছে। রবিবার রাজ্য নিবার্চন কমিশনের তরফে জানানো হয়,  সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে হবে ভোটগ্রহণ। তবে এরই মধ্যে কিছু বিক্ষিপ্ত অশান্তির খবর উঠে আসছে৷ 

কোন জেলায় কটি বুথে ভোট হচ্ছে? মুর্শিদাবাদের ১৭৫টি বুথ, মালদহের ১০৯টি বুথ, নদিয়ার ৮৯টি বুথ, কোচবিহারের ৫৩টি বুথ, উত্তর দিনাজপুরের ৪২টি বুথ, দক্ষিণ দিনাজপুরের ১৮টি বুথ, উত্তর ২৪ পরগনার ৪৬টি বুথ, দক্ষিণ ২৪ পরগনার ৩৬টি বুথ, পূর্ব মেদিনীপুরের ৩১টি বুথ, পশ্চিম মেদিনীপুরের ১০টি বুথ,  হুগলির ২৯টি বুথ, জলপাইগুড়ি এবং বীরভূমের ১৪টি করে বুথ, হাওড়া এবং বাঁকুড়ার ৮টি করে বুথ, পশ্চিম বর্ধমানের ৬টি বুথ, পুরুলিয়ার ৪টি বুথ, পূর্ব বর্ধমানের ৩টি বুথ এবং আলিপুরদুয়ারের ১টি বুথে সোমবার পুর্নির্বাচন হচ্ছে। ঝাড়গ্রাম, দার্জিলিং এবং কালিম্পংয়ে পুর্নির্বাচন হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *