নন্দীগ্রাম: দ্বিতীয় দফার ভোট গ্রহণ ঘিরে প্রত্যাশা মতোই উত্তপ্ত নন্দীগ্রাম। একদিকে যেমন অভিযোগ উঠছে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে, অন্যদিকে তৃণমূলের বিরুদ্ধে বুথের বাইরে জামায়াত করার অভিযোগ করেছে বিজেপি। বিভিন্ন ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে গোটা নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে। তৃণমূল-বিজেপি তরজায় উত্তপ্ত রাজ্যের সবচেয়ে হাই ভোল্টেজ নির্বাচন কেন্দ্র।
রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দীর্ঘক্ষন ধরে রাস্তা অবরোধ করেছেন নন্দীগ্রামের বাসিন্দারা। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা গ্রামবাসীদের ঘরে ঢুকে হুমকি দিচ্ছে। বিজেপিকে ভোট দেওয়ার জন্য মানুষকে প্রভাবিত করার চেষ্টা করছে বাহিনী। এর প্রতিবাদেই গ্রামবাসীরা রাস্তা অবরোধ করেছেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, “শুভেন্দু অধিকারী উত্তরপ্রদেশের বহিরাগত ক্যাডারদের সঙ্গে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন।”
অন্যদিকে উত্তেজনা ছড়িয়েছে নন্দীগ্রামের গড়চক্রবেরিয়া এলাকায়। এই অঞ্চলের কয়েকটি বুথের বাইরে জমায়েত করার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কেন্দ্রীয় বাহিনী। জমায়েতকারীদের দ্রুত হটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তারা। বিজেপির অভিযোগ, শুধু গড়চক্রবেরিয়া নয়, নন্দীগ্রামের বিভিন্ন এলাকার বিভিন্ন বুথের বাইরেই ক্যাম্পের নামে জমায়েত করছেন তৃণমূল কর্মীরা। দলের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে হলদিয়া, মহিষাদল ও নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের অবজার্ভারের কাছে। অভিযোগ পেয়ে দ্রুত ঘটনাস্থলে একটি কুইক রেসপন্স টিম পাঠানো হয়।