ভাঙড়: পঞ্চায়েত ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে থেকেই উত্তপ্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়৷ ভোটের দিন ঘোষণা হতেই সেই অশান্তি বেড়েছে কয়েক গুণ। ঝরেছে রক্ত, গিয়েছে প্রাণ৷ তৃণমূল-আইএসএফের সংঘর্ষে ভোটের বলি তিন৷ শনিবার সেই ভাঙড়েই এল এক কোম্পানি আধাসেনা। ভোট ঘিরে অশান্তির পর এই প্রথম কেন্দ্রীয় বাহিনী এল এলাকায়। শনিবার বিকেল সাড়ে ৩টে নাগাদ এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছয়। এলাকায় শুরু হয়েছে রুটমার্চ৷ ভাঙড় মহাবিদ্যালয়ে তাদের থাকার বন্দোবস্ত করা হয়েছে।
এদিকে, শনিবারই ভাঙড়ে আইএসএফ-তৃণমূল সংঘাতে ২ তৃণমূল কর্মী এবং এক আইএসএফ কর্মীর মৃত্যুর ঘটনার তদন্তভার হাতে নিয়েছে সিআইডি। শনিবার বিকেলে সিআইডির গোয়েন্দারা কাশীপুর থানায় আসেন৷ বেশ কিছু ক্ষণ সেখানে থাকার পর থানা থেকে বেরিয়ে ভাঙড় বিজয়গঞ্জ বাজার পরিদর্শনে যান তাঁরা। পুলিশ সূত্রে খবর, যে এলাকায় গন্ডগোল হয়েছিল, সেখানেও যাবেন রাজ্যের গোয়েন্দারা৷
প্রসঙ্গত, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত ভোট। তার আগে একাধিক জেলায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী৷ টহলদারিও শুরু করেছে তারা। শুক্রবারই বিভিন্ন জেলায় পৌঁছে যায় আধাসেনা৷