যেন যুদ্ধক্ষেত্র! হুগলির ১৮টি গণনাকেন্দ্রে বাঙ্কার বানিয়ে পাহারায় বসল কেন্দ্রীয় বাহিনী

যেন যুদ্ধক্ষেত্র! হুগলির ১৮টি গণনাকেন্দ্রে বাঙ্কার বানিয়ে পাহারায় বসল কেন্দ্রীয় বাহিনী

 হুগলি: কড়া নিরাপত্তা  বলয়ে রাজ্যের ২২টি জেলার ৩৩৯টি কেন্দ্রে  চলছে ভোট গণনা৷ প্রতিটি গণনা কেন্দ্রে রয়েছে এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এরই মধ্যে হুগলি থেকে উঠে এল অবাক করা চিত্র৷ গণনাকেন্দ্র যেন কোনও যুদ্ধক্ষেত্র৷ একেবারে বাঙ্কার বানিয়ে  পাহারা দিতে দেখা গেল কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের। ঢোকা ও  বেরোনোর মুখে বাহিনীর তল্লাশির মুখে পড়তে হচ্ছে প্রত্যেককে। ছাড় পাচ্ছে না কেউ।

ভোটের দিন বিভিন্ন জেলার বুথে বুথে কেন্দ্রীয় বাহিনীর অনুপস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছিল৷ ঠিল নিরাপত্তার ফাঁক৷ গণনার দিন যাতে নিরাপত্তাহীনতার অভিযোগ না ওঠে, সে জন্য শুরু থেকেই সতর্ক রাজ্য নির্বাচন কমিশন। হুগলি জেলার ১৮টি গণনাকেন্দ্রের ভিতরে ও বাইরে কড়া নিরাপত্তা রয়েছে। গণনাকেন্দ্রের সামনের ছবি দেখলে যা কারও যুদ্ধক্ষেত্র বলে ভুল হতে পারে৷ কারণ সেখানে বানানো হয়েছে বাঙ্কার। গণনায় হলগুলির সামনেও অত্যাধুনিক রাইফেল নিয়ে দায়িত্বে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। পঞ্চায়েত ভোটগণনার ক্ষেত্রে এই ছবি এক কথায় বিরল৷ হুগলির পোলবা-দাদপুরের আলিনগর স্কুলে আবার দেখা গেল লাইট মেশিনগান নিয়ে পাহারা দিচ্ছেন বাহিনীর জওয়ানরা। আশপাশে সামান্যতম জটলা করার উপায় নেই৷ জমায়েত দেখলেই তেড়ে যাচ্ছেন তাঁরা। কোনও কোনও জায়গায় বিশৃঙ্খল জনতাকে ছত্রভঙ্গ করতে মৃদু লাঠিচার্জও করছে কেন্দ্রীয় বাহিনী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *