অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা

অভিষেক-পত্নী রুজিরার বিরুদ্ধে হাইকোর্টের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা

81f183dd4c5a1235dd697187852e455f

কলকাতা: বাংলা বিধানসভা নির্বাচনের আগে ফের অস্বস্তিতে শাসক শিবির৷ এবার তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা নারুলার বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে কলকতা হাইকোর্টের দ্বারস্ত হল কেন্দ্রীয় সংস্থা কাস্টমস৷

আদালত সূত্রে খবর, গত ১৭ জুন কাস্টমসের করা এফআইআর খারিজ করে দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ৷ আত তাতেই সাময়িক স্বস্তি পান সাংসদ-স্ত্রী রুজিরা৷ তবে, ফের কলকাতা হাইকোর্টে নয়া আবেদনে স্থায়ী হল না সেই স্বস্তি৷ কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ করে এবার উচ্চ আদালতের দ্বারস্ত হল কেন্দ্রীয় সংস্থা কাস্টমস৷

মামলার বয়ান অনুযায়ী, ব্যাঙ্কক থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে ব্যাগে তল্লাশি চালানোর সময় ঘটে বিপত্তি৷ গোটা ঘটনাকে কেন্দ্র করে রাজ্য-রাজনীতিতে তৈরি হয় শোরগোল৷ বিদেশ থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরে সাংসদের স্ত্রী-সহ ২ মহিলাকে ‘আটক’ করেন শুল্ক দফতর৷ সুটকেসে মধ্যে সোনা আসছিল হচ্ছিল বলেও তোলা হয় গুরুতর অভিযোগ৷ এরপর শুল্ক দফতরের আওতাধীন বিমানবন্দরে ঢুকে পড়ে স্থানীয় পুলিশ৷ সাংসদের স্ত্রীর ব্যাগ-তল্লাশি ঘিরে শুরু হয় বচসায়৷ বিবাদে জড়িয়ে পড়ে পুলিশ-শুল্ক দফতর৷

এই ঘটনার পর স্ত্রীর পাশে দাড়িয়ে সংবাদমাধ্যমে সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ তাঁর স্ত্রীকে আক্রমণ করা হচ্ছে বলেও তোলেন অভিযোগ৷ রাজনৈতিকভাবে প্রতিদ্বন্দ্বিতা না করতে পেরে পরিবারকে সরাসরি আক্রমণ করা হচ্ছে বলেও চাঞ্চল্যকর অভিযোগ তোলেন তৃণমূল সাংসদ৷

গোটা ঘটনার কথা প্রকাশ্যে আসতেই সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে ছিল সিবিআই৷ সুপ্রিম কোর্টের পাশাপাশি মামলা গড়ায় কলকাতা হাইকোর্টেও৷ সম্প্রতি সেই মামলা ফের নতুন করে সংবাদ শিরোনামে উঠে এসেছে৷ সাংসদ-স্ত্রীর বিরুদ্ধে এফ্আইআর করার বিষয়ে কাস্টমসের আর্জি খারিজ করে কলকাতা হাইকোর্ট৷ এবার কলকাতা হাইকোর্টে সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ফের উচ্চ আদালতের দ্বারস্থ কেন্দ্রীয় সংস্থা কাস্টমস৷ আদালত সূত্রে খবর, আগামী বৃহস্পতিবার বিচারপতি ইন্দ্র প্রসন্ন মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *