হোলি-দোল উৎসবে রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

হোলি-দোল উৎসবে রাজ্যকে সতর্ক থাকার পরামর্শ কেন্দ্রের

45d9e4f17261c6566693ff4fd8568016

কলকাতা: নাম না করে আসন্ন হোলি-দোল উৎসবে রাজ্যকে সতর্ক থাকার কথা বলল কেন্দ্রীয় সরকার৷ মঙ্গলবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যসচিবকে একটি চিঠি দিয়েছেন৷ তাতে বলা হয়েছে, কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সংস্থাগুলির যৌথ চেষ্টায় কোভিড নিয়ন্ত্রণে অনেকাংশে সাফল্য পাওয়া গিয়েছিল৷ টানা পাঁচ মাস ধরে কমছিল সংক্রমণ৷ কিন্তু সম্প্রতি দেশের কয়েকটি অঞ্চলে সংক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে৷ আসন্ন কয়েকটি উৎসবে সংক্রমণ বাড়তে পারে৷

দেশে আসন্ন উৎসবগুলির মধ্যে অন্যতম হল হোলি৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব লিখেছেন, সাধারণ মানুষের মধ্যে কোভিড বিধি মেনে চলার ব্যাপারে যথেষ্ট গাফিলতি দেখা গিয়েছে৷ জনবহুল এলাকায় মানুষকে বিধি মেনে চলতে হবে৷ রাজ্য প্রশাসনকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ মাস্ক এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে৷ কোভিড বিধি ভাঙলে রাজ্য প্রশাসন জরিমানা বা অন্যান্য ব্যবস্থা নেওয়ার কথা ভাবতে পারে৷ 

চিঠিতে বলা হয়েছে, কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক কনটেনমেন্ট জোন নিয়ে যে নির্দেশ পাঠিয়েছিল তা যথাযথভাবে মেনে চলা হচ্ছে না৷ কেন্দ্রীয় সরকার ফের নির্দেশ দিয়েছে, জেলা প্রশাসন কনটেনমেন্ট জোনগুলি চিহ্নিত করুক। নির্দিষ্ট নির্দেশিকা মেনে সেখানে কোভিড নিয়ন্ত্রণের ব্যবস্থা নিক৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *