কলকাতা: গেরুয়া শিবিরের প্রার্থী তালিকা নিয়ে দলের কর্মী সমর্থকদের মধ্যে ক্ষোভ নিয়ে জারি বিতর্ক। গত কয়েকদিন ধরেই কলকাতার হেস্টিংসের সদর কার্যালয়ের বিজেপির বিক্ষুব্ধ কর্মীরা প্রার্থী বদলের দাবিতে তুমুল অশান্তির সৃষ্টি করছেন। তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যাওয়া নেতাদের কেন ভোটের টিকিট দেওয়া হচ্ছে, তা নিয়েই ঘোরতর ক্ষুব্ধ তাঁরা। কিন্তু বিজেপির শীর্ষ নেতৃত্ব এই বিক্ষোভকে আমল দিতে রাজি নয়। তাই অশান্তির মাঝেই এদিন আরো চার কেন্দ্রের প্রার্থী ঘোষণা করল পদ্ম শিবির। এমনকি তাতেও রইল তারকা চমক!
বুধবার রাতে কেন্দ্রীয় নির্বাচনী কমিটির বৈঠকের পর আরো চার প্রার্থীর নাম ঘোষণা করে বিজেপি। উলুবেড়িয়া দক্ষিণ, ফলতা, বারুইপুর এবং জগৎবল্লভপুর এই চার বিধানসভা কেন্দ্রে গেরুয়া শিবিরের প্রার্থী হয়েছেন যথাক্রমে পাপিয়া অধিকারী, বিধান পাড়ুই, চন্দন মন্ডল এবং অনুপম ঘোষ। টলিউডের জনপ্রিয় অভিনেত্রী পাপিয়া অধিকারীকে উলুবেড়িয়া দক্ষিণ থেকে ভোটের টিকিট দিয়ে চমক দিয়েছে বিজেপি, তেমনটাই মত রাজনৈতিক পর্যবেক্ষক মহলের।
বস্তুত, তারকা প্রার্থীকে সামনে দাঁড় করিয়ে ভোট বৈতরণী পার করতে যে মরিয়া গেরুয়া শিবিরও, তার পরিচয় পাওয়া গেছে পূর্বঘোষিত প্রার্থী তালিকা থেকেই। হিরণ চট্টোপাধ্যায় , যশ দাশগুপ্ত থেকে শুরু করে পায়েল সরকার, গেরুয়া শিবিরে নাম লিখিয়েই ভোটের টিকিট পেয়েছেন সকলেই। টলিউড এই তারকাদের জনপ্রিয়তায় ভর করে ভোটে জেতা যাবে কিনা তার উত্তর দেবে সময়। তবে প্রার্থী তালিকায় তারকা চমকের ধারা বজায় রেখেই পাপিয়া অধিকারীকে উলুবেড়িয়া দক্ষিণ থেকে দেওয়া হল টিকিট।
এখনও পর্যন্ত মোট ১২৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। এই নিয়ে চতুর্থ বার প্রকাশিত হল গেরুয়া প্রার্থী তালিকা। বাকি আসনের প্রার্থীও ঘোষণা করা হবে শীঘ্রই, জানিয়েছে গেরুয়া শিবির। এদিন বৈঠকের পর টালিগঞ্জের প্রার্থী বাবুল সুপ্রিয় জানিয়েছেন দু-এক দিনের মধ্যেই বাকি সমস্ত কেন্দ্রে প্রার্থীর নাম ঘোষণা করা হবে। প্রার্থী তালিকা নিয়ে দলীয় কর্মীদের ক্ষোভের জেরেই এদিন নিউটাউনের হোটেলে রাতভর বৈঠক সেরেছেন বিজেপির কেন্দ্রীয় এবং রাজ্য নেতৃত্ব।