সীমান্ত বদলের চেষ্টা চীনের, ভারতীয় সেনা যোগ্য জবাব দেবে, কলকাতায় হুঙ্কার বিপিনের

কলকাতায় এক অনুষ্ঠানে এসে চীনকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সিডিএস রাওয়াতকে।

গার্ডেনরিচ: উন্নত এবং অত্যাধুনিক মানের যুদ্ধজাহাজের উদ্বোধনে কলকাতায় এসেছিলেন ভারতীয় সেনাবাহিনীর সিডিএস বিপিন রাওয়াত। সেই অনুষ্ঠানে এসে চীনকে তুলোধনা করলেন তিনি। অভিযোগ তুললেন, করোনাভাইরাস পরিস্থিতির সুবিধা নিয়ে লাদাখ সীমান্তের রূপরেখা বদলাতে চাই বেজিং সরকার। প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বা এলএসি’র অবস্থান বদল করতে চাইছে তারা। তবে এই প্রেক্ষিতে চীন সেনাবাহিনীকে হুংকার দিয়ে বিপিন রাওয়াত বলেন, স্থল, জল এবং বায়ু, তিন জায়গাতেই ভারতীয় সেনাবাহিনী যথেষ্ট সক্ষম তাদের পাল্টা জবাব দিতে। কলকাতায় এক অনুষ্ঠানে এসে চীনকে হুঁশিয়ারি দিতে দেখা গেল সিডিএস রাওয়াতকে।

‘প্রজেক্ট ১৭-এ’, অত্যাধুনিক এই যুদ্ধজাহাজের এদিন উদ্বোধনী অনুষ্ঠান ছিল শহরে। ভারতীয় নৌ বাহিনীকে আরো শক্তি দিতে গার্ডেনরিচ শিপবিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স তৈরি করছে অত্যাধুনিক যুদ্ধজাহাজ। এর জন্য ইতিমধ্যেই ১৯,২৯৪ কোটি টাকার চুক্তি হয়েছে তাদের সঙ্গে। সেই প্রেক্ষিতেই এদিন শহরে আসেন ভারতীয় সেনাবাহিনীর সিডিএস বিপিন রাওয়াত। অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, করোনাভাইরাস পরিস্থিতির ফায়দা নিয়ে লাদাখ সীমান্তে চীন ভারতের সীমান্ত বদল করতে চাইছে। কিন্তু ভারতের সেনাবাহিনী দেশের সীমানা রক্ষায় কোনরকম ত্রুটি রাখবে না বলে আশাবাদী তিনি। এই প্রেক্ষিতে তিনি আরো বলেন, করোনাভাইরাস পরিস্থিতির আবহেই ইতিমধ্যে জানতে পারা গেছে, লাদাখ সীমান্তে বেশ কয়েকদিন ধরে কিছু গঠন মূলক কাজের প্রস্তুতি নিচ্ছে বেজিং সরকার। অনুমান করা হচ্ছে সীমান্ত বদলের চেষ্টায় প্রস্তুতি নিচ্ছে তারা। এক্ষেত্রে ভারতীয় সেনাবাহিনীও যে পুরোপুরি প্রস্তুত তা আরো একবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তিনি। প্রসঙ্গত, ভারতীয় নৌবাহিনী যে নতুন অত্যাধুনিক যুদ্ধজাহাজ পাচ্ছে সেটি ১৪৯ মিটার লম্বা এবং প্রায় ৬৬৭০ টন ওজনের। অনুমান করা হচ্ছে, ২০২৩ সালে প্রথম যুদ্ধজাহাজটি ভারতীয় নৌ-বাহিনী পেয়ে যাবে, পরের দুটি যথাক্রমে ২০২৪ এবং ২০২৫ সালে পাওয়া যাবে।

 

উল্লেখ্য, লাদাখ সীমান্তে ভারত এবং চীনের সেনাবাহিনীর সংঘর্ষের পরবর্তী সময়ে উত্তেজনা এখনো বহাল রয়েছে দুই দেশে। একাধিকবার আলোচনা করার ফলেও রফাসূত্র মেলেনি এখনো। এদিকে লাদাখ সীমান্তে বদলা নেয়ার অভিযোগ তুলে ইতিমধ্যেই বিতর্ক বাড়িয়ে দিয়েছেন ভারতীয় সেনাবাহিনীর সিডিএস বিপিন রাওয়াত। পাশাপাশি আরও জানা গিয়েছে, লাদাখে টানা ১৫ দিন যুদ্ধ চালানোর প্রস্তুতি ইতিমধ্যে নিয়ে নিয়েছে ভারতীয় সেনা। মজুদ করা হয়েছে গোলাবারুদ, বুলেট, গ্রেনেড, ল্যান্ড মাইন এবং মিসাইল সহ একাধিক উন্নত মানের অস্ত্রশস্ত্র। তাই সীমান্ত পরিস্থিতি যে খুব একটা সুখকর নয় তা স্পষ্ট ভাবেই বোঝা যাচ্ছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 5 =