cctv
যাদবপুর: অবশেষে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শুরু হল সিসিটিভি বসানোর কাজ৷ গত বৃহস্পতিবার থেকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সিসিটিভি বসাতে শুরু করেছে সংশ্লিষ্ট সংস্থা৷ জানা গিয়েছে, ক্যাম্পাস এবং হস্টেল মিলিয়ে মোট ১০টি জায়গা নজরদারি ক্যামেরা বসানোর জন্য বেছে নেওয়া হয়েছে৷ মোট ২৯টি সিসিটিভি বসানো হবে৷
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়ার রহস্য মৃত্যুর পরই যাদবপুরে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল৷ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসি’র নির্দেশ পালন করেনি বলেও অভিয়োগ ওঠে৷ কড়া সমালোচনার মুখে পড়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ৷ এর পরেই বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়৷ বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তিকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন, নজরদারি এবং নিরাপত্তা ব্যবস্থা মজবুত করতে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি অন্যান্য সম্ভাব্য বন্দোবস্তও করা হবে। ক্যাম্পাস ও হোস্টেলে কোথায় কোথায় সিসি ক্যামেরা বসানো হবে, সেই স্থান আগেই চিহ্নিত করা হয়েছিল। শেষ পর্যায়ের প্রস্তুতি ঝালিয়ে নিতে গত মঙ্গলবার বৈঠকে বসেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যে সংস্থাকে সিসি ক্যামেরা বসানোর বরাত দেওয়া হয়েছে, বৈঠকে উপস্থিত ছিলেন সেই সংস্থার প্রতিনিধিরাও৷ অতঃপর বৃহস্পতিবার থেকে শুরু হয় সিসিটিভি লাগানোর কাজ৷
সিসিটিভি বসানোর ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের গেটগুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। গুরুত্ব দেওয়া হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনেও৷ বলে রাখি, এর আগেও কিন্তু যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সিসিটিভি বসানোর চেষ্টা করা হয়েছিল। কিন্তু পড়ুয়াদের বাধা ও কিছু শিক্ষকের আপত্তিতে তা সম্ভব হয়নি৷