রহস্যজনক কাণ্ড! ইভিএম রাখা স্ট্রং রুমের সিসিটিভি ক্যামেরা ‘সুইচ অফ’! কমিশনে ছুটলেন শরদ-কন্যা

মুম্বই:  চতুর্থ দফায় ভোট হচ্ছে মহারাষ্ট্রে৷ রাজ্যের তৃতীয় দফায় ভোট হয় বারামতী আসনে৷ এই কেন্দ্রে এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলের বিরুদ্ধে প্রার্থী ছিলেন তাঁরই বউদি তথা…

মুম্বই:  চতুর্থ দফায় ভোট হচ্ছে মহারাষ্ট্রে৷ রাজ্যের তৃতীয় দফায় ভোট হয় বারামতী আসনে৷ এই কেন্দ্রে এনসিপি প্রার্থী সুপ্রিয়া সুলের বিরুদ্ধে প্রার্থী ছিলেন তাঁরই বউদি তথা মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার। এদিন একটি ভিডিটো ফুটেজ দেখিয়ে শরদ-কন্যা বলেন, ‘‘যে ঘরে ইভিএম রাখা হয়েছে, সেমবার সকালে টানা ৪৫ মিনিট ধরে সিসিটিভি ক্যামেরা বন্ধ করে রাখা হয়েছিল। সুপ্রিয়ার দাবি, “এটা বড় ত্রুটি।” তিনি আরও জানান, এ বিষয়ে তাঁর নির্বাচনী প্রতিনিধিরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের সঙ্গে কথা বললে কোও সদুত্তর মেলেনি। সেখানে কোনও টেকনিশিয়ানকেও খুঁজে পাওয়া যায়নি। এমনকি ইভিএমগুলো কী অবস্থায় রয়েছে, তাও তাঁদের দেখানো হয়নি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *