করোনার জের! পড়ুয়াদের পছন্দমত পরীক্ষাকেন্দ্র বাছার সুযোগ দিচ্ছে CBSE

আগামী ৪ মে থেকে শুরু হচ্ছে সিবিএসই বোর্ডের পরীক্ষা

4963da8497b1a4c60d0bc3567932221c

নয়াদিল্লি: করোনা ভাইরাসের প্রকোপে দীর্ঘদিন বন্ধ ছিল দেশের স্কুল কলেজ তথা শিক্ষা প্রতিষ্ঠান। চলতি বছরে অতিমারীর দাপট খানিক কমে আসায় স্কুল খোলা হলেও ফের দেখা দিয়েছে সংক্রমণের ছায়া। দেশের বিভিন্ন প্রান্তে, বিশেষত পশ্চিমের রাজ্য গুলিতে করোনা সংক্রমণের হার আচমকাই বহুগুণ বেড়ে যাওয়ায় এবার পরীক্ষা রীতিতে বদল আনছে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (CBSE)।

মাস দুয়েকের মাথায় সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণীর পরীক্ষা আয়োজিত হতে চলেছে। ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে পরীক্ষার নির্ঘন্টও। রাজ্যগুলির বিধানসভা নির্বাচনের পালা মিটতেই শুরু হবে এই পরীক্ষা। এদিন এক বিবৃতি জারি করে সিবিএসই বোর্ডের তরফে জানানো হয়েছে, চাইলে নির্ধারিত পরীক্ষাকেন্দ্রে বদলের জন্য আবেদন জানাতে পারবে পড়ুয়ারা।

বস্তুত, করোনার জেরে গত এক বছরে বহু স্কুল পড়ুয়াই বসবাসের স্থান পরিবর্তন করেছে। পরিবারের সঙ্গে অনেকেই হয়তো চলে গেছে অন্য কোনো শহরে বা গ্রামে। এখন মে মাসে পরীক্ষা হওয়ায় স্থানান্তরিত এই সমস্ত পরীক্ষার্থীকে যে যথেষ্ট সমস্যার মুখোমুখি হতে হবে, তা বলাই বাহুল্য। পড়ুয়াদের এই সমস্যার কথা বিবেচনা করেই বোর্ডের তরফে সাম্প্রতিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন একটি নোটিশ জারি করে সিবিএসই বোর্ড জানিয়েছে, প্র্যাকটিক্যাল পরীক্ষা হোক বা থিওরি, পরীক্ষার্থীরা চাইলে তাঁদের পছন্দমতো পরীক্ষাকেন্দ্রের জন্য বোর্ডের কাছে আবেদন জানাতে পারবেন। এমনকি নির্দিষ্ট শহরের জন্যেও জানানো যাবে আবেদন। পরীক্ষার্থীদের সুবিধার্থে বোর্ডের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবকরাও। কীভাবে পছন্দের পরীক্ষাকেন্দ্রের জন্য আবেদন জানাতে হবে? জানা গেছে, ২০২১ সালের বোর্ডের পরীক্ষার জন্য যাঁরা যাঁরা রোল নম্বর পেয়েছেন আবেদন জানাতে পারবেন তাঁরা সকলেই। নিজেদের স্কুলের সঙ্গে যোগাযোগ করেই এই কাজ করতে হবে। উল্লেখ্য, আগামী ৪ মে থেকে পরীক্ষার কথা ঘোষণা করেছে সিবিএসই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *