ব্রেকিং: বাতিল CBSE বোর্ডের সমস্ত পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

ব্রেকিং: বাতিল CBSE বোর্ডের সমস্ত পরীক্ষা, ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: করোনা কোপে স্থগিত সিবিএসসি পরীক্ষা৷ পরে বাকি পরীক্ষার নির্ঘণ্ট প্রকাশ করা হবে বলে কেন্দ্রীয় শিক্ষা দপ্তরের তরফে এক বিবৃবিতে জানিয়েছে৷ সিবিএসসির তরফে জানানো হয়েছে, দশম ও দ্বাদশ শ্রেণির যে পরীক্ষা ১৯ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত হওয়ার কথা ছিল, তা আপাতত বাতিল করা হয়েছে৷ ৩১ মার্চের পর নতুন নির্ঘন্ট দেওয়া  হবে৷ পরিবেশ পরিস্থিতি বিচার করেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে৷

ন্যাশনাল টেস্টিং এজেন্সি  জয়েন্ট পরীক্ষা ও আইআইটির পরীক্ষাও বাতিল করা হয়েছে৷ পরিস্থিতি বিচার করে পরবর্তী দিন ঘোষণা করা হবে বলেও জানানো হয়েছে৷ ভারতে করোনা ভাইরাসে ১৫১ জন আক্রান্ত হয়েছেন৷  তিন জনের মৃত্যু হয়েছে৷ মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা সব থেকে বেশি৷ মহারাষ্ট্রে ৪৩ জন আক্রান্ত হয়েছেন৷ ভারতে করোনা ভাইরাসে ভারতে ২৫ জন বিদেশি  আক্রান্ত হয়েছেন ভারতের বাইরে আটকে পড়া ভারতীয়ের করোনা আক্রান্তের সংখ্যা বেশি৷ বিদেশে মোট ২৭৬ জন আক্রান্ত হয়েছেন৷ তার মধ্যে ২৫৫ জন ভারতীয় ইরানে আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + nineteen =