পুর নিয়োগ মামলায় CBI-এর নজরে ১৪টি পুরসভা, শুরু পুরকর্তাদের তলবের প্রস্তুতি

পুর নিয়োগ মামলায় CBI-এর নজরে ১৪টি পুরসভা, শুরু পুরকর্তাদের তলবের প্রস্তুতি

কলকাতা: পুর নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড়। দুর্নীতির শিকড় খুঁজতে এবার পুরকর্তাদের তলবের প্রস্তুতি শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই৷ প্রাথমিক তদন্তের পর কেন্দ্রীয় গোয়েন্দারা জানাচ্ছেন, বিভিন্ন পুরসভার শুধুমাত্র চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও এগজিকিউটিভ অফিসাররাই দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন না, স্থানীয় শাসক দলের নেতা-সহ একাধিক প্রভাবশালী নেতা ও মন্ত্রীও এই দুর্নীতির সঙ্গে জড়িত৷ নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের একাধিক উচ্চপদস্থ আধিকারিকরাও জড়িত৷ এমনটাই দাবি।

তৃণমূল পরিচালিত পুর বোর্ডের একাধিক চেয়ারম্যান ও এগজিকিউটিভ অফিসারের ভূমিকা খতিয়ে দেখতেই তাঁদের তলবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সিবিআই সূত্রের খবর। আপাতত ১৪টি পুরসভার কর্তাদের নোটিস পাঠিয়ে তলব করার প্রস্তুতি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চলতি সপ্তাহেই ওই সব পুরসভার কর্তাদের তলব করা হতে পারে বলে জানা গিয়েছে৷ 

সিবিআইয়ের পাশাপাশি পুর নিয়োগ দুর্নীতিতে সমান্তরালভাবেতদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। নিয়োগ দুর্নীতির টাকা কোথা থেকে এসেছে এবং তা কোথায় গিয়েছে, মূলত সেই রহস্যই খুঁজছে তাঁরা। ইডি ২০১৪ ও ২০১৭ সালের পুরসভায় নিয়োগ সংক্রান্ত নথি নগরোন্নয়ন দফতর ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের কাছে তলব করেছে। ওই সব নথি ইতিমধ্যেই ইডির হাতে এসেছে। তদন্তকারী অফিসাররা সেগুলিও খতিয়ে দেখছেন বলে জানা গিয়েছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

17 − twelve =