কলকাতা: রাজ্যে শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে ফের শিক্ষাসচিব মণীশ জৈনকে তলব করল সিবিআই। আগামী শুক্রবার নিজাম প্যালেসে নথিপত্র সহ তাঁকে আসতে বলা হয়েছে৷
নিয়োগ দুর্নীতি মামলায় গত বৃহস্পতিবারই মনীশ জৈনকে এক দফা জিজ্ঞাসাবাদ করা হয়েছে৷ টানা ৮ ঘণ্টা জেরা করা হয় শিক্ষা সচিবকে৷ সিবিআই সূত্রে খবর, মণীশকে জেরা করে তার কাছ থেকে বেশ কিছু তথ্য এবং নথির কথা জানা গিয়েছিল। সে ব্যাপারেই আরও বিশদে জানতে চায় সিবিআই৷ সেই সূত্রেই নিজাম প্যালেসে তলব। একই সঙ্গে বিকাশ ভবন থেকেও তাঁর কাছ থেকে বেশ কিছু নথি চেয়ে পাঠানো হয়েছে বলে সূত্রে খবর।
বৃহস্পতিবার নিজাম প্যালেস থেকে বেরনোর পর তিনি বলেছিলেন, শিক্ষা দফতরে কী ভাবে কাজ হয়, কী কী নিয়ম ও পদ্ধতি মেনে চলা হয়, সে বিষয়েই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছে। এদিকে, সিবিআই সূত্রে খবর, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেরায় জানিয়েছেন,তিনি শিক্ষক নিয়োগের সংক্রান্ত বিষয়ে বিশদে কিছুই জানতেন না৷ শিক্ষাসচিব তাঁর কাছে যে ফাইল পাঠাতেন, তিনি তাতে সই করে দিতেন মাত্র। সেই সূত্রেই এর আগে তলব করা হয়েছিল মণীশকে৷ দীর্ঘ ক্ষণ জেরাও করা হয় তাঁকে৷ এই ফাইল প্রসঙ্গ কথা উঠলে মনীশ বলেছিলেন, ‘‘ফাইল তো নিজেই নিজের কথা বলে’’।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>