গরু পাচারকাণ্ডে অনুব্রতকে CBI তলব, ‘একদম যাবি না’, নির্দেশ মমতার

গরু পাচারকাণ্ডে অনুব্রতকে CBI তলব, ‘একদম যাবি না’, নির্দেশ মমতার

কলকাতা: গরু পাচারকাণ্ডে এবার বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ডেকে পাঠাল সিবিআই৷ আগামীকাল তাঁকে তলব করা হয়েছে৷ নিজাম প্যালেসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে অনুব্রতকে৷ পাশাপাশি ডেকে পাঠানো হয়েছে তাঁর এক সঙ্গীকেও৷ 

আরও পড়ুন- তৃণমূলের ক্যাম্প অফিস দখল করেছে CRPF, বিস্ফোরক মমতা

গরু পাচার কাণ্ডে তদন্ত করতে একাধিক সাক্ষীর বয়ান সংগ্রহ করা হয়েছে৷ যেখানে বারবার অনুব্রত মণ্ডল ও তাঁর এক সঙ্গীর নাম উঠে এসেছে৷ সিবিআই সূত্রে জানা গিয়েছে, তাঁদের হাতে এমন কিছু তথ্য-প্রমাণ রয়েছে, যেখানে দেখা যাচ্ছে গরু পাচার কাণ্ডে অনুব্রত জড়িত ছিলেন৷ এই তথ্য প্রমাণ ও সাক্ষীদের বয়ান নেওয়ার পরেই অনুব্রত মণ্ডল ও তাঁর এক সঙ্গী দু’জনকেই তলব করা হয়৷ মঙ্গলবার সকাল ১১টার মধ্যে নিজাম প্যালেসে সিবিআই দফতরে হাজিরা হতে হবে তাঁদের৷ গতকাল অর্থাৎ রবিবার বেলা সাড়ে ১২টা নাগাদ দু’জনকেই নোটিশ পাঠানো হয়েছে৷ সপ্তম দফা ভোটের ঠিক আগই এই নোটিশ পাঠানো হয়৷ এমনকী সিবিআই সূত্রে খবর, গরু পাচারকাণ্ডে তাঁর সঙ্গে কোনও আর্থিক লেনদেন হয়েছিল কিনা, সেই বিষয়েও অনব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে চান অফিসাররা৷ 

এর আগে গরুপাচারকাণ্ডে এনমূল হককে গ্রেফতার করে দফায় দফায় জেরা করা হয়েছিল৷ কাদের কাদের কাছে গরু পাচার কাণ্ডের টাকা গিয়েছে তার একটা তালিকা সিবিআই-এর হাতে এসেছে৷ সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তাঁরা৷ এখানে বারবার অনুব্রতর নাম উঠে আসে বলেও জানায় সিবিআই৷ 

এদিকে এই খবর জানার পরেই আজ জনসভা থেকে মমতা বলেন, প্রতিবারই ভোটের সময় কেষ্টকে নজরবন্দি করে রাখা হয়৷ বেরতে দেওয়া হয় না৷ ২৯ তারিখ ওর ওখানে ভোট৷ আর ২৭ তারিখ সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছে৷ কেন যাবে? অনুব্রত একটা দলের সভাপতি৷ তাঁর বাড়িতেও চলে যাচ্ছে৷ যেন ও কোনও কাজ করবে না৷ কোভিড নিয়ে চলে আসছে বাড়িতে৷ তিনি বলেন , ‘‘আমি বলে দিয়েছি একদম যাবি না৷ সাফ বলে দিবি নির্বাচন প্রক্রিয়া শেষ হলে তার পর যাব৷ আমাকে কাজ করতে দিন৷ ’’      

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *